IQNA

সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ

মিনা দুর্ঘটনায় প্রমাণ হয়েছে সৌদি কর্তৃপক্ষের নিকট মুসলমানদের রক্তের কোন মূল্য নেই

16:54 - October 15, 2015
সংবাদ: 3385828
বার্তা সংস্থা ইকনা: পবিত্র মুহররম মাস উপলক্ষে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ এক বক্তৃতায় বলেন: “মিনা দুর্ঘটনায় প্রমাণ হয়েছে সৌদি কর্তৃপক্ষের নিকট মুসলমানদের রক্তের কোন মূল্য নেই”।

বার্তা সংস্থা ইকনা: শোকাবহ মুহররম মাসের শুরুতে বুধবারে (১৪ই অক্টোবর) টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এ মন্তব্য করেন নাসরুল্লাহ। এছাড়াও তিনি বলেন: সৌদি কর্তৃপক্ষের অবহেলার ফলে হজ্বে বিপর্যয় সৃষ্টি হয়েছে।
এছাড়াও তিনি ফিলিস্তিনিদের ব্যাপারে বলেন: ফিলিস্তিনের প্রতি তার সংগঠনের পূর্ণ সমর্থন রয়েছে। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যে ইহুদিবাদী ইসরাইল বিরোধী প্রতিরোধ আন্দোলনের কেন্দ্রবিন্দু হচ্ছে ফিলিস্তিন।
তিনি বলেন, আল-আকসা মসজিদ রক্ষার জন্য ফিলিস্তিনে প্রবল গণআন্দোলন শুরু হয়েছে যাকে তৃতীয় ইন্দিফাদা বলেই মনে হচ্ছে।
হিজবুল্লাহ মহাসচিব বলেন, সশস্ত্র প্রতিরোধ ছাড়া ফিলিস্তিনিদের সামনে অন্য কোনো পথ খোলা নেই। তারা হচ্ছে এই সংগ্রামের নেতা। তাদেরকে তাদের প্রতিরোধের রূপ বাছাই করার সুযোগ দেয়া উচিত। নাসরুল্লাহ বলেন, ফিলিস্তিনি জনগণ যে প্রক্রিয়ায়ই ইসরাইলের দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিরোধ করবে তার প্রতি সমর্থন থাকবে হিজবুল্লাহর।
বাইতুল মোকাদ্দাস (জেরুজালেম) ও গাজা উপত্যকায় ইহুদিবাদী সেনাদের বিরুদ্ধে সংঘাতে সাহসিকতার পরিচয় দেয়ায় তিনি ফিলিস্তিনি জনগণের প্রশংসা করেন।
3385720

captcha