IQNA

শিয়া ও সুন্নি ওলামাদের উপস্থিতিতে;

সিডনিতে ‘ইমাম হুসাইন (আ.) এবং সন্ধি’ শীর্ষক সেমিনার + ছবি

23:48 - October 26, 2015
সংবাদ: 3395073
আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রেলিয়ার সিডনি শহরে পাঞ্জতন আঞ্জুমানের পক্ষ থেকে ২৫শে অক্টোবর ‘ইমাম হুসাইন (আ.) এবং সন্ধি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: ভারত, পাকিস্তান এবং অস্ট্রেলিয়ার শিয়া ও সুন্নি মাজহাবের ওলামা, চিন্তাবিদ ও রাজনৈতিকবিদদের উপস্থিতিতে অস্ট্রেলিয়ার সিডনি শহরে ২৫শে অক্টোবর ‘ইমাম হুসাইন (আ.) এবং সন্ধি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
উক্ত শীর্ষক সেমিনারে আশুরা’র আলোকে বক্তৃতা পেশ করেন হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন এজায হুসাইন। তিনি বলেন: ইমাম হুসাইন (আ.) এর উদ্দেশ্য ছিল সমাজকে সংস্করণ করা এবং অত্যাচারী শাসকের বিরুদ্ধে মোকাবিলা করা।
তিনি বলেন: কারবালার ময়দানে ইমাম হুসাইন (আ.) নিজের রক্ষ দিনে নতুন নির্মিত ইসলামের হাত থেকে মুহাম্মাদী ইসলামকে রক্ষা করেছেন এবং তাঁর ত্যাগের ফলে আজ আমরা প্রকৃত ইসলামের পথে রয়েছি।
3394899

captcha