IQNA

অস্ট্রেলিয়া মুহাররম মাসের শোকানুষ্ঠান অব্যাহত

23:29 - October 29, 2015
সংবাদ: 3413376
আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রেলিয়ার ব্রিসবেন শহরে ইসলামিক সেন্টারের অন্তর্গত মসজিদে পবিত্র মহররম মাসের দ্বিতীয় দশকের শোক মজলিশ শুরু হয়েছে।

বার্তা সংস্থা ইকনা : পবিত্র মহররম মাসের দ্বিতীয় দশকের মজলিশ গত বুধবার রাত (২৮শে অক্টোবরে) থেকে অস্ট্রেলিয়ার ব্রিসবেন শহরে অবস্থিত ইসলামি কেন্দ্রের মসজিদে শুরু হয়েছে। এ কর্মসূচী আগামী ২ নভেম্বর নাগাদ অব্যাহত থাকবে।
উক্ত শোক মজলিশে ‘হযরত যয়নাব (সা. আ.) এবং আশুরার পরের ঘটনা’র আলোকে বক্তৃতা পেশ করছেন পাকিস্তানের বিশিষ্ট ওলামা হুজ্জাতুল সাইয়্যেদ আহমাদ কাজেমী। প্রতিদিন মাগরিব ও এশার নামাযান্তে শুরু হওয়া এ শোক মজলিশের অন্যান্য কর্মসূচীর মধ্যে রয়েছে মার্সিয়া ও নওহা পাঠ, মাতম ও প্রশ্নোত্তর ইত্যাদি।
3404905

captcha