বার্তা সংস্থা ইকনা: ইরাকের সমাজে কুরআনের সংস্কৃতি বিস্তার এবং পবিত্র কুরআন প্রাতিষ্ঠানিকীকরণ উদ্দেশ্য উক্ত কুরআন স্যাটেলাইট নেটওয়ার্ক চালু করা হয়েছে।
উক্ত স্যাটেলাইট চ্যানেলের অনুষ্ঠান মালা ৫৬৩১২ ফ্রিকোয়েন্সিতে সম্প্রচার করা হচ্ছে।
ইরাকে শিয়াদের এটিই প্রথম কুরআনিক চ্যানেল যা ২৪ ঘণ্টা ব্যাপী সম্প্রচার করা হচ্ছে।
পবিত্র মুহররম ও সফর মাস উপলক্ষে ‘আল শাজারাত’ চ্যানেল ‘গ্লোবাল ক্যাম্পেইন এবং হুসাইন অনন্ত হয়ে থাকবে’ শিরোনামে নিজেদের অনুষ্ঠানমালা প্রচার করছে।
3434726