বার্তা সংস্থা ইকনা: উক্ত শীর্ষক সেমিনারে নৈতিক চরিত্র, ভ্রাতৃত্ব এবং আইন মেনে চলার ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়।
এ শীর্ষক সেমিনারে অংশগ্রহণকারীদেরকে আরবাইনের শোকানুষ্ঠানের নিরাপত্তার ব্যাপারের গুরুত্বারোপ করা হয়।
আলোচনার পাশাপাশি নাইজেরিয়ার শিয়া নেতা শেখ ইব্রাহীম যাকযাকীর বক্তৃতা এবং গত বছরে আরবাইনের শোক মিছিলের ভিডিও ক্লিপ প্রচার করা হয়।
অন্যান্য বক্তাদের পাশাপাশি বাইভিচী প্রদেশের আমীর ‘আহমেদ ইউসুফ ইয়াশী’ বক্তৃতা পেশ করেন।
3454149