IQNA

ইসলাম সম্পর্কে দায়েশের কোনো ধারণাই নেই: সর্বোচ্চ নেতা

13:40 - November 23, 2015
সংবাদ: 3456148
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ যে নারকীয় সন্ত্রাস চালাচ্ছে তার সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই।

আইআরআইবি’র বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনা: তেহরান সফররত তুর্কমেনিস্তানের প্রেসিডেন্ট গুরবাঙ্গলি বারদি মুহাম্মাদভকে দেয়া এক সাক্ষাৎ অনুষ্ঠানে এ কথা বলেছেন ইরানের সর্বোচ্চ নেতা। তিনি বলেন, দায়েশ সন্ত্রাসীরা গলা কেটে ও সাধারণ লোকজনকে নির্যাতন করে এমনভাবে হত্যা করছে যাতে পরিষ্কার হয় এরা ইসলাম সম্পর্কে কিছুই জানে না। তিনি বলেন, ইসলাম হচ্ছে ভ্রাতৃত্ব, দয়া এবং অন্যের কল্যাণ কামনার ধর্ম।
আয়াতুল্লাহ খামেনেয়ী বলেন, “ইসলামের নামে সন্ত্রাস ও বর্বরতার মাধ্যমে দায়েশ সন্ত্রাসীরা যে অবস্থা তৈরি করেছে তার বিপরীতে জনগণকে প্রকৃত ইসলাম চর্চার সুযোগ করে দিতে হবে। দায়েশ সন্ত্রাসীদের অনুপ্রবেশ ঠেকানোর সবচেয়ে ভালো উপায় হচ্ছে ইসলামের প্রকৃত আদর্শ জোরালোভাবে তুলে ধরা যা কিনা উদারপন্থি ও বিচারবুদ্ধিসম্পন্ন।”
সর্বোচ্চ নেতা ইরান ও প্রতিবেশি তুর্কমেনিস্তানকে ঘনিষ্ঠ আত্মীয় হিসেবে তুলে ধরে দু দেশের মধ্যকার চুক্তিগুলো কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া, চলমান উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে দু দেশের মাঝে ঘনিষ্ঠ সহযোগিতা থাকা দরকার বলেও উল্লেখ করেন।
সাক্ষাৎ অনুষ্ঠানে তুর্কমেনিস্তানের প্রেসিডেন্ট মধ্যপ্রাচ্যের চলমান রাজনৈতিক অবস্থাকে প্রতিকূল বলে উল্লেখ করেন। কোনো কোনো দেশের সরকার দায়েশ সন্ত্রাসীদেরকে যে সমর্থন দিচ্ছে সে জন্য তিনি দুঃখ প্রকাশ করেন। এছাড়া, তুর্কমেনিস্তানের জনগণকে ইরানের সর্বোচ্চ নেতা আত্মীয় বলে সম্বোধন করায় তিনি বিশেষ উচ্ছ্বাস প্রকাশ করেন।
3455793

captcha