IQNA

১৬০টি মসজিদ বন্ধ কারার সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স

22:02 - December 04, 2015
সংবাদ: 3459737
আন্তর্জাতিক ডেস্ক: উগ্রপন্থাদের তাবলীগ করার অভিযোগে শতাধিক মসজিদের কার্যক্রম বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্সের সরকার।

বার্তা সংস্থা ইকনা: ফ্রান্স ঘোষণা করেছে, দেশীয় সমাজে বিদ্বেষ সৃষ্টি ও চরমপন্থি নীতির কারণে ১০০ থেকে ১৬০টি মসজিদ বন্ধের লিস্টে রয়েছে।
এছাড়াও যেসকল মসজিদ অবৈধভাবে পরিচালিত হচ্ছে সেসকল মসজিদের কার্যক্রমও অতি শীর্ষই বন্ধ করা হবে।
এর পূর্বে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী বার্নার্ড কাযুনুই বলেছেন: যে সকল মসজিদ সন্ত্রাসী ও চরমপন্থিদের আশ্রয়স্থল এবং মসজিদের ইমাম চরমপন্থার প্রতি আহ্বান জানাবে, সেসকল মসজিদের সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে।
3459567
 

captcha