বার্তা সংস্থা ইকনা: ষষ্ঠ মুহাম্মাদ রাজা শিরোনামে উক্ত কুরআন প্রতিযোগিতা হিফজে কোরআন, তারতিল, তাজভিদ এবং তাফসীরে কোরআনের আলোকে অনুষ্ঠিত হয়েছে।
এই প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান ১৫ ডিসেম্বর মরক্কোর "কাসাব্লাংকা" শহরে দারুল বাইদা কুরআন স্কুল"হাসানুস সানি" হলে সকালে অনুষ্ঠিত হয়।
১১তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ফিলিস্তিন, তিউনিশিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইয়েমেন, বাহরাইন, জর্ডান, মিসর, সুদান, আলজেরিয়া, কাতার, কুয়েত, লেবানন, ওমান, মৌরিতানিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, পাকিস্তান, তুরস্ক, মালি, সেনেগাল, গ্যাবন, নাইজেরিয়া, ক্যামেরুন, কমোরোস , ব্রুনেই, রাশিয়া ও কানাডার সহ অন্যান্য দেশের প্রতিনিধিবর্গ অংশগ্রহণ করেছেন। এছাড়াও প্রতিযোগিতার বিচারক হিসেবে ৪টি দেশের মোট ৬ জন দক্ষ বিচারককে নির্বাচন করা হয়েছে।
প্রতিযোগিতার প্রথম বিভাগ তথা তারতিল ও তাফসির সহকারে হেফজ বিভাগে প্রথম থেকে তৃতীয় স্থানের অধিকারীদের যথাক্রমে ৫০ হাজার, ৪০ হাজার এবং ৩০ হাজার মরোক্কান দিরহাম অনুদান করা হবে। এছাড়াও দ্বিতীয় বিভাগ তথা তাজভিদ সহকারে ৫ পারা হেফজ বিভাগে প্রথম থেকে তৃতীয় স্থানের অধিকারীদের যথাক্রমে ৩০ হাজার, ২০ হাজার এবং ৩১০ হাজার মরোক্কান দিরহাম অনুদান করা হবে।
মরক্কোর আওকাফ ও ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রণালয় জানিয়েছে, পবিত্র রবিউল আওয়াল এবং মহানবী হযরত মুহামস্মাদ(সা.)-এর পবিত্র জন্মদিন তথা মিলাদুন নবী উপলক্ষে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
3463820