IQNA

ঈদে মিলাদুন নবী উপলক্ষে অনুষ্ঠিত উৎসব মাহফিলে বাসার আসাদের উপস্থিত + ছবি

19:07 - December 23, 2015
সংবাদ: 3468872
আন্তর্জাতিক ডেস্ক: মহানবী হযরত মুহাম্মাদ (সা.)এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত উৎসব মাহফিলে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আসাদ অংশগ্রহণ করেছেন।

বার্তা সংস্থা ইকনা: সিরিয়ার রাজধানী দামেস্কের ‘আল আকরাম’ জামে মসজিদে গতকাল (২২শে ডিসেম্বর) অনুষ্ঠিত উৎসব মাহফিলে অংশগ্রহণ করেছেন দেশটির প্রেসিডেন্ট বাসার আসাদ।
উক্ত উৎসব মাহফিলে ঊর্ধ্বতন কর্মকর্তা ও আলেমগণ ছাড়াও সমাজের বিভিন্ন শ্রেণীর জনগণ উপস্থিত ছিলেন।
3468552

captcha