IQNA

ইসরাইলি প্রতিপক্ষের বিপক্ষে ফাতিহ নুরিনের খেলতে অস্বীকার

0:02 - July 25, 2021
সংবাদ: 3470382
তেহরান (ইকনা): স্বর্ণ, রৌপ্য বা ব্রোঞ্জ না জিতলেও সম্মানে কমতি নেই। দেশের হয়ে অলিম্পিকে অংশ নিতে পেরেছেন এটাই সবচেয়ে বড় কথা। গ্রেটেস্ট শো অন আর্থে যোগদানের উচ্ছ্বাসটাই ভিন্নরকম গর্বের।

আর এমন গর্বকে পায়ে ঠেলে দিলেন আলজেরিয়ার এক খেলোয়াড়! টোকিও অলিম্পিক থেকে নাম কাটিয়ে নিয়েছেন তিনি।

না ইনজুরিগত কোনো কারণ বা কোনো চাপে পড়ে নয়, সম্ভাব্য প্রতিপক্ষ দখলদার ইসরাইলের নাগরিক। তাই প্রতিযোগিতা থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন সেই আলজেরিয়ান জুডোকা।

ফিলিস্তিনিদের প্রতি এভাবেই নিজের সমর্থনের বিষয়টি প্রকাশ করেছেন জুডোকা ফাতিহ নুরিন। জুডোর ৭৩ কেজির শ্রেণিতে বিশ্বের ৯ নম্বর তারকা নুরিন। তার ইসরাইলি প্রতিপক্ষ তোহার বাটবাল।

যদিও আগামী ম্যাচেই বাটবালকে পাচ্ছেন না নুরিন। সোমবার প্রথম রাউন্ডে সুদানের মোহামেদ আবদালরাসুলকে হারাতে পারলে পরের রাউন্ডে বাটবালের মুখোমুখি হবেন তিনি। বাটবাল এরই মধ্যে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছেন।

বাটবালের মুখোমুখি হওয়ার চেয়ে অলিম্পিক থেকে সরে যাওয়াটাই শ্রেয় মনে হচ্ছে নুরিনের। নিজের এমন সিদ্ধান্তের বিষয়ে আলজেরিয়ান এক টিভিকে নুরিন বলেছেন, ‘অলিম্পিকে আসতে অনেক কষ্ট করেছি। কিন্তু ফিলিস্তিনের পাশে থাকাটা সবার আগে। তাদের বিষয়টি সবকিছুর ঊর্ধ্বে। তাই এই সিদ্ধান্ত নিয়েছি। এটাই চূড়ান্ত।’ নুরিনের সিদ্ধান্তে মনক্ষুণ্ন না হয়ে উল্টো বাহবা দিয়েছেন তার কোচ আমের বেন ইয়াকলিফ।

তিনি বলেছেন, ‘আমাদের ভাগ্যটা ভালো হয়নি এবার। ড্রয়ের কারণে একজন ইসরাইলি প্রতিপক্ষ পেয়েছি। এ কারণে আমাদের সরে যেতে হচ্ছে। নুরিন সঠিক সিদ্ধান্তই নিয়েছে।’

নুরিনের এমন সরে যাওয়ার সিদ্ধান্তের পেছনে হেরে যাওয়ার ভয়কে কারণ হিসেবে নিতে পারেন অনেকে।

যদিও বিষয়টি মোটেই তেমন নয়। কারণ এই প্রথম এমনটা করেননি নুরিন। ২০১৯ বিশ্ব চ্যাম্পিয়নশিপেও ইসরাইলের বাটবালের সঙ্গে ম্যাচ পড়েছিল নুরিনের। সেবারও নিজের নাম কাটিয়ে নিয়েছিলেন নুরিন। এবার অলিম্পিকেও একই কাণ্ড ঘটালেন আলজেরিয়ান এই জুডোকা। iqna

 

captcha