ওমরাহ পালনের সৌদি সরকার কর্তৃক আরোপিত শর্তাবলি ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজসংক্রান্ত ওয়েবসাইট .িযধলল.মড়া.নফ-এ প্রকাশ করা হয়েছে।’ এর আগে গত ৮ আগস্ট ২০২১ ধর্মমন্ত্রণালয় সরকার অনুমোদিত ২৪৭টি ওমরাহ এজেন্সিকে নির্ধারিত শর্তসাপেক্ষে ১৪৪৩ হিজরি সনে ওমরাহযাত্রী প্রেরণের অনুমতি দিয়ে তালিকা প্রকাশ করে।
উল্লেখ্য করোনা মহামারির কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর ৯ আগস্ট থেকে অন্য দেশ থেকে ওমরাহ পালনের আবেদন গ্রহণ শুরু করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়। আরব নিউজের তথ্যমতে, প্রতি মাসে ২০ লাখ মুসল্লি ওমরাহ পালনের সুযোগ পাবেন। প্রতিদিন আটটি পৃথক সময়ে ৬০ হাজার করে মুসল্লি পবিত্র কাবাঘর তাওয়াফ করতে পারবেন। কালের কণ্ঠ