IQNA

বাংলাদেশে ওমরাহ কার্যক্রম শুরু

0:02 - August 12, 2021
সংবাদ: 3470488
গত ৯ আগস্ট সৌদি আরব বিদেশি মুসল্লিদের ওমরাহ পালনের আবেদন গ্রহণ শুরু করার পর বাংলাদেশেও শুরু হয়েছে ওমরাহ কার্যক্রম। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অফিসার মোহাম্মদ আনোয়ার হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয় যে ‘সৌদি সরকারের অনুমতিক্রমে হিজরি ১৪৪৩ সনে বাংলাদেশ থেকে ওমরাহ কার্যক্রম শুরু হয়েছে।

বাংলাদেশে ওমরাহ কার্যক্রম শুরুওমরাহ পালনের সৌদি সরকার কর্তৃক আরোপিত শর্তাবলি ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজসংক্রান্ত ওয়েবসাইট .িযধলল.মড়া.নফ-এ প্রকাশ করা হয়েছে।’ এর আগে গত ৮ আগস্ট ২০২১ ধর্মমন্ত্রণালয় সরকার অনুমোদিত ২৪৭টি ওমরাহ এজেন্সিকে নির্ধারিত শর্তসাপেক্ষে ১৪৪৩ হিজরি সনে ওমরাহযাত্রী প্রেরণের অনুমতি দিয়ে তালিকা প্রকাশ করে।

উল্লেখ্য করোনা মহামারির কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর ৯ আগস্ট থেকে অন্য দেশ থেকে ওমরাহ পালনের আবেদন গ্রহণ শুরু করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়। আরব নিউজের তথ্যমতে, প্রতি মাসে ২০ লাখ মুসল্লি ওমরাহ পালনের সুযোগ পাবেন। প্রতিদিন আটটি পৃথক সময়ে ৬০ হাজার করে মুসল্লি পবিত্র কাবাঘর তাওয়াফ করতে পারবেন। কালের কণ্ঠ

captcha