IQNA

 হিজাবি তরুণী রোম সিটি কাউন্সিলের সর্বকনিষ্ঠ প্রার্থী

0:02 - October 02, 2021
সংবাদ: 3470757
তেহরান (ইকনা): ইতালির রাজধানী রোম সিটি কাউন্সিলের সর্বকনিষ্ঠ প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণার কাজ করছেন আইনের শিক্ষার্থী মরিয়ম আলি। মিসরীয় বংশোদ্ভূত ২০ বয়সী এ মুসলিম প্রার্থী শহরের তরুণদের হয়ে কাজ করতে চান। 
আগামী ৩-৪ অক্টোবর নিউ রোমের মেয়র ও সিটি কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতালির প্রাচীন এ রাজধানী শহর শাসন করতে সব দলের পদপ্রার্থীদের দৌঁড়ঝাপে আছে। 
 
নির্বাচনী প্রচারণা চালাতে মরিয়ম আলি ডিজিটাল প্লাটফর্মে যুক্ত আছেন। তাতে ভোটারদের কাছে নিজের বার্তা ছড়িয়ে দিচ্ছেন তিনি। ইনস্টগ্রামে তরুণ মুসলিম প্রার্থী দুই লাখের বেশি ফলোয়ার আছে। আর টিকটকে ৪০ হাজারের বেশি ফলোয়ার আছে। 
 
হিজাব পরে মরিয়ম নিজের নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। রাস্তা-রাস্তায় তিনি নিজের লিফলেট বিতরণ করছেন। স্বাভাবিকভাবে গর্বের সঙ্গে এ কাজ করে যাচ্ছেন বলে জানান তিনি। 
 
সম্প্রতি সৌদি ভিত্তিক সংবাদ মাধ্যম আরব নিউজকে মরিয়ম জানান, ব্যক্তিগতভাবে তিনি অসংখ্য মানুষের সঙ্গে সাক্ষাত করে তাদের প্রয়োজনের কথা শুনেছেন। প্রাচীন ঐতিহ্যবাহী এ সম্পর্কে অনেক কিছু জানতে পারছেন।
 
ইতালি সাবেক অর্থমন্ত্রী রবার্টো গুয়ালতিয়েরির সমর্থনে বামপন্থী দল ডেমো সোলিডারিটি অ্যান্ড ডেমোক্র্যাসির প্রার্থী হিসেবে মরিয়ম নির্বাচনে লড়বেন। 
 
সংখ্যাগরিষ্ঠ খ্রিস্টান অধ্যুষিত শহরের হিজাবি প্রার্থী হিসেবে মরিয়ম বলেন, ‘আমি শুধুমাত্র ইতালির মুসলিমদের প্রতিনিধি হিসেবে কাজ করতে নির্বাচনে করছি না। বরং আমি একজন ইতালিয়ান ও রোমান নাগরিক হিসেবে নির্বাচন করছি।’
 
মরিয়ম আরো বলেন, ‘আমার শহরে বসবাসকারী তরুণ, প্রবীণ ও অভাবী মানুষের পক্ষে কণ্ঠ হয়ে কাজ করতে চাই। সামাজিক যোগাযোগ মাধ্যম সব সময় অ্যাক্টিভ থাকা কারণে নিজের অভিজ্ঞতার আলোকে সর্বোত্তম পন্থায় সমাজে ভূমিকা রাখতে চাই। আন্ত-সংস্কৃতি, আন্ত-ধর্মীয় সংলাপ ও মানবিক সহায়তায় এগিয়ে আসার অভিজ্ঞতা রয়েছে আমার। একজন তরুণ নারী হিসেবে আমি তরুণদেরকে আরো কিছু দিতে চাচ্ছি।’ 
 
মরিয়ম আলি ইতালিতে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা-মা মিসরীয়। তাঁর বাবা সামি সালেম ম্যাগলিয়ানা মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি হজ ও ওমরাযাত্রীদের ভ্রমণে একটি এজেন্সি পরিচালনা করেন। 
 
মরিয়মের এক বোন তাসনিম। তিনি টিকটক ও ইনস্টাগ্রামে ইসলামের শিক্ষা ও সংস্কৃতি তরুণদের মধ্যে তুলে ধরেন। রোম শহরের তরুণ-তরুণীদের পুরো সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে কাটে। তাই ডিজিটাল প্লাটফর্মে তাঁরা সক্রিয় ভূমিকা রাখছেন।  iqna
 
captcha