IQNA

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) সমাবেশে লাখ লাখ ইয়েমেনির অংশগ্রহণ

0:01 - October 19, 2021
সংবাদ: 3470843
তেহরান (ইকনা): ইয়েমেনের রাজধানী সানা সহ সেদেশের ১৪টি স্বাধীন প্রদেশে কয়েক লক্ষ ধর্মপ্রাণ মুসলমানেরা বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ঈদে মিলাদুন্নবী (সা.) পালন করেছেন। 

ইয়েমেনের রাজধানী সানাসহ দেশের গুরুত্বপূর্ণ শহরগুলোতে লাখ লাখ মানুষের অংশগ্রহণে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে। সৌদি নেতৃত্বাধীন জোটের আগ্রাসনকে উপেক্ষা করে নবী (সা.) ও তাঁর আহলেবাইত প্রেমিক ইয়েমেনিরা স্বতঃস্ফূর্তভাবে পবিত্র ঈদে মিলাদুন্নবীর জনসমুদ্রে হাজির হন।
 
সানার আল সাবাঈন স্কয়ারে বিশ লক্ষাধিক মানুষের জনসমা‌বে‌শে বক্তব্যে রাখেন ইয়েমেনে জনপ্রিয় হুথি আনসারুল্লাহ নেতা সাইয়্যেদ আবদুল মালেক বদরুদ্দিন আল-হুথি।
 
সানার পাশাপাশি যেসব এলাকায় বিশাল র‍্যালি ও সমাবেশ হয়েছে সেগুলো হলো- সা'আদা, হাজ্জাহ, হোদাইদা, ধামার, ইব, তাইজ, আমরান, আল-মাহউইত, আল জাউথ ও আল বাইধা।
 
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে গত কয়েকদিন ধরে ইয়েমেনের অন্তত ৭০টি অঞ্চলে শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে বিভিন্ন সংগঠন ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। মসজিদ, রাস্তাঘাট, সড়ক, স্কয়ার, বাসা-বাড়ি ও বিপণীকেন্দ্রে নানাভাবে সজ্জিত করা হয়েছে। রয়েছে আলোকসজ্জা ও আতশবাজির ব্যবস্থা।
 
 
নবীপ্রেমিক ইয়েমেনিরা প্রতিবছরই ঘটা করে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করে থাকেন। সৌদি নেতৃত্বাধীন জোটের আগ্রাসন সত্ত্বেও তারা অত্যন্ত গুরুত্বের সাথে দিবসটি পালন করে থাকেন। iqna
 
captcha