IQNA

মিনিয়াপলিসের ইসলামিক সেন্টারে নাশকতা

8:18 - November 24, 2021
সংবাদ: 3471030
তেহরান (ইকনা): মিনিয়াপোলিসের উত্তর-পূর্বে অবস্থিত আল-কালাম ইসলামিক সেন্টারে এক অজ্ঞাত ব্যক্তি হামলা ও ভাংচুর করেছে।
মিনিয়াপোলিস পুলিশ জানায়, গত ২১ নভেম্বর রাতে এই ঘটনাটি ঘটে এবং ইসলামিক সেন্টারের নিরাপত্তা ক্যামেরা ভেঙ্গে ফেলেছে।
 
সিকিউরিটি ক্যামেরার ভিডিওতে দেখা দিয়েছে যে, একজন লোক সেন্টারে প্রবেশ করে ক্যামেরাগুলো খুলে তা ভেঙ্গে ফেলে। উক্ত সেন্টারে সে মোট পাঁচ মিনিট ধরে নাশকতা চালাই। 
 
আল-কালাম ইসলামিক সেন্টারের নির্বাহী পরিচালক আব্দুল ফাত্তাহ আবদি গণমাধ্যমকে বলেছেন, তিনি বিশ্বাস করেন এই একই ব্যক্তি যে প্রায় এক সপ্তাহ আগে কেন্দ্রের বেশ কয়েকটি গাড়িতে হামলা করেছিল।
 
পুলিশ বলেছে, যদি কেউ এই নাশকতার বিষয়ে কোন তথ্য জানে, তাহলে পুলিশকে সহযোগিতা করার জন্য তিনি যেন থানায় যোগাযোগ করে। 
 
উল্লেখ্য যে , আমেরিকার মিনেসোটা অঙ্গরাজ্যের বৃহত্তম শহর মিনিয়াপোলিস। এই শহরের জনসংখ্যা প্রায় ৪ লাখ ২০ হাজার। ২০১৩ জরিপ অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম জনবহুল শহর। মিনিয়াপলিস মিসিসিপি নদীর উভয় তীরে অবস্থিত। iqna
 
 

 

captcha