IQNA

সাবেক তিন মুখ্যমন্ত্রী দিনভর গৃহবন্দি

20:00 - January 01, 2022
সংবাদ: 3471214
তেহরান (ইকনা): নির্বাচনী সীমানা নির্ধারণ কমিশনের প্রস্তাবের বিরুদ্ধে প্রতিবাদে জম্মু ও কাশ্মীরের সাবেক তিন মুখ্যমন্ত্রীর যোগ দেওয়া ঠেকাতে আজ শনিবার দিনভর তাঁদের গৃহবন্দি করে রাখা হয়। ওই তিন সাবেক মুখ্যমন্ত্রী হলেন ফারুক আব্দুল্লাহ, মেহবুবা মুফতি ও ওমর আব্দুল্লাহ। 
ওই তিন নেতারই বাড়ি শ্রীনগর শহরের কড়া নিরাপত্তাধীন গুপকর সড়কে। তাঁদের বাড়ির বাইরে নিরাপত্তা বাহিনী ট্রাক রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল। পুলিশ বাড়িগুলোর ভেতর থেকে কাউকে বাইরে বের হতে বা বাইরে থেকে কাউকে ভেতরে প্রবেশ করতে দেয়নি। সন্ধ্যায় গাড়িগুলো সরিয়ে নেওয়া হয়। 
 
সম্প্রতি সীমানা নির্ধারণ কমিশন বিধানসভায় কাশ্মীরের জন্য এক আসনের বিপরীতে জম্মুতে ছয় আসন বরাদ্দ দেওয়ার প্রস্তাব করেছে। এ প্রস্তাবের বিরুদ্ধে প্রতিবাদ করছেন ফারুক আব্দুল্লাহসহ কাশ্মীরের নেতারা। 
 
বিরোধীরা নির্বাচনী সীমানা নির্ধারণ কমিশনের এ প্রস্তাবের নিন্দা করেছেন। তাঁরা অভিযোগ করেন, এ সীমানা নির্ধারণের কারণে প্রাপ্তবয়স্কদের ‘এক ব্যক্তি এক ভোটাধিকার’ নীতি খর্ব হবে। এদিকে কমিশন বলছে, জনসংখ্যাসহ প্রশাসনিক অঞ্চল, এলাকা ও নৈকট্য বিবেচনা করেই আসন বিন্যাস করা হবে। সূত্র : এনডিটিভি
captcha