IQNA

রাশিয়ার প্রেসিডেন্টের সাথে ফোনালাপে ইরানের প্রেসিডেন্ট

ইসলামী প্রজাতন্ত্র ইরান একটি দীর্ঘস্থায়ী চুক্তি চায়

16:46 - February 24, 2022
সংবাদ: 3471476
তেহরান (ইকনা): মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের সম্প্রসারণ স্বাধীন দেশগুলোর নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি বলে জানিয়েছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইবাহিম রায়িসি।

গতকাল (বৃহস্পতিবার) প্রেসিডেন্ট রায়িসি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপে এই মন্তব্য করেন। এসময় উভয় পক্ষ বড় আন্তর্জাতিক ঘটনাবলী এবং ২০১৫ সালে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় সই হওয়া ঐতিহাসিক পরমণু সমঝোতা পুনরুজ্জীবনের বিষয় নিয়ে আলোচনা করেন।

 

রুশ প্রেসিডেন্টের সঙ্গে আলাপের সময় ইরানের প্রধান নির্বাহী বলেন, “ন্যাটো জোটের পূর্বদিকে সম্প্রসারণ উত্তেজনা ও সংঘাতের একটি কারণ হয়ে গেছে।” তবে তিনি আশা করেন, ইউক্রেনে যা চলছে তাতে শেষ পর্যন্ত বিভিন্ন জাতি ও পুরো অঞ্চল উপকৃত হবে।

 

ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার সামরিক অভিযানের মধ্যে প্রেসিডেন্ট ইবরাহিম রায়িসি ও প্রেসিডেন্ট পুতিনের মধ্যে এই ফোনালাপ হয়। ফোনালাপে পুতিন বলেন, তিনি রাশিয়া ফেডারেশনের সেনাবাহিনীকে দোনবাস অঞ্চলে একটি ‘বিশেষ সামরিক অভিযান’ চালানোর জন্য তিনি নির্দেশ দিয়েছেন। দোনবাস অঞ্চলের প্রজাতন্ত্র দোনেস্ক ও লুহানস্কের নেতারা ক্রেমলিনকে “ইউক্রেনের আগ্রাসন” প্রতিহত করার জন্য অনুরোধ করার পর পুতিন সেখানে সামরিক অভিযান চালানোর নির্দেশ দেন।  iqna

captcha