IQNA

সর্বোচ্চ নেতা:

ইসরাইলের অপরাধের বিরুদ্ধে আরব বিশ্ব স্পষ্টভাবে রাজনৈতিক পদক্ষেপের ক্ষেত্রে প্রবেশ করবে বলে আশা করছি 

17:18 - May 13, 2022
সংবাদ: 3471843
তেহরান (ইকনা): কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানি এবং তার প্রতিনিধি দল গতকাল সন্ধ্যায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেয়ীর (দামাত বারাকাতুহুম) সাথে সাক্ষাৎ করেছেন।

কাতারের আমির, শেখ তামিম বিন হামাদ আল থানি এবং তার সহগামী প্রতিনিধিদল গতকাল (১২ই মে) সন্ধ্যায় ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেয়ীর (দামাত বারাকাতুহুম) সাথে দেখা করেছেন।
 
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী (দামাত বারাকাতুহুম) বলেছেন, বিদেশিদের হস্তক্ষেপ ছাড়াই সংলাপের মাধ্যমে এ অঞ্চলের দেশগুলোর মধ্যকার সমস্যার নিরসন করাই হচ্ছে সবচেয়ে ভালো সমাধান।
 
বৃহস্পতিবার ইরান সফররত কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানিকে দেয়া সাক্ষাতে সর্বোচ্চ নেতা একথা বলেন। এ সময় তিনি ইরান ও কাতারের মধ্যে রাজনৈতিক এবং অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান।
 
সর্বোচ্চ নেতা বলেন ইয়েমেন এবং সিরিয়া সমস্যার সমাধানও সংলাপের মাধ্যমেই করতে হবে। বিরোধী পক্ষ আমেরিকা এবং অন্যান্য দেশগুলো যেহেতু সামরিক ও অর্থনৈতিক শক্তির ওপর নির্ভর করে সে কারণে অবশ্যই দুর্বল অবস্থানে থেকে এসব সংলাপ করা যাবে না।
 
ইরানের সর্বোচ্চ নেতা জোর দিয়ে বলেন, আঞ্চলিক ব্যবস্থাপনায় বিদেশি শক্তিগুলোর কোনো হস্তক্ষেপের প্রয়োজন নেই। একইসঙ্গে তিনি বলেন, “ইহুদিবাদীরা যেখানে যায় সেখানে দুর্নীতি শুরু করে এবং অন্য কোন পক্ষকে কোন ধরনের ছাড় দেয় না। ফলে আঞ্চলিক দেশ হিসেবে আমাদের সম্পর্ককে অভিন্ন চিন্তা এবং সহযোগিতার মধ্য দিয়ে অনেক বেশী মজবুত করতে হবে।”
 
ফিলিস্তিনি জনগণের ওপর দশকের পর দশক ইহুদিবাদী ইসরাইলের অপরাধযজ্ঞের নিন্দা জানিয়ে ইরানের সর্বোচ্চ নেতা বলেন, ফিলিস্তিনিদের ওপর ইহুদিবাদী অপশক্তির হত্যা-নির্যাতন একটি তিক্ত বাস্তবতা এবং এটি মুসলিম বিশ্ব ও আরব বিশ্বের জন্য চরম বিপর্যয়।
 
ইহুদিদের এই অপরাধের মুখে ইসলামী প্রজাতন্ত্র ইরান আশা করেন যে, আরব বিশ্ব ঐক্যবদ্ধভাবে ব্যবস্থা গ্রহণ করবে।
 
বায়তুল মুকাদ্দাস শহরের শেখ জাররাহ শরণার্থী শিবির থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের সময় ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে আরব দেশগুলো ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন দিয়েছিল তা ইউরোপের দেশগুলোর সমর্থনের সমানও হয় নি। আরব দেশগুলো সে সময় চূড়ান্ত অবস্থান গ্রহণ করতে পারে নি এবং এখনো সেই একই অবস্থানে রয়েছে।
 
সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাতে কাতারের আমির বলেন, ফিলিস্তিনে ইহুদিবাদী ইসরাইল যে অপরাধযজ্ঞ চালাচ্ছে তা ভয়াবহ এবং এর মোকাবেলায় আঞ্চলিক সমস্ত দেশের এগিয়ে আসা উচিত।
 
গতকাল বুধবার দখলদার ইসরাইল সেনাদের হাতে ফিলিস্তিনি সাংবাদিক শিরিন আবু আখলের হত্যাকাণ্ডের ঘটনায় দুঃখ প্রকাশ করে শেখ তামিম বিন হামাদ আল সানি বলেন, ইহুদিবাদীরা ঠাণ্ডা মাথায় এই অপরাধ করেছে।  iqna
 
 
captcha