IQNA

ছবি| বাইনুল হারামাইনে মহররমের প্রথম দিনের শোকানুষ্ঠান

20:24 - August 01, 2022
সংবাদ: 3472216
তেহরান (ইকনা): হযরত ইমাম হুসাইন (আ.) ও হযরত আবুল ফজল আল-আব্বাস (আ.)-এর মাজারের মধ্যকার স্থানে মহররমের শোকানুষ্ঠান উদযাপন হচ্ছে। 
হযরত ইমাম হুসাইন (আ.) ও হযরত আবুল ফজল আল-আব্বাস (আ.)-এর মাজারের মধ্যকার স্থান “বাইনুল হারামাইন” নামে প্রসিদ্ধ। ইমাম হুসাইন (আ.)এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে প্রতিদিনে লাখ লাখ জিয়ারতকারীর উপস্থিতিতে সেখানে শোকানুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে।
ইরাকে গতকাল ৩১শে জুলাই পবিত্র মহররম মাস শুরু হয়েছে। এই পবিত্র মাসের প্রথম দিন থেকেই আহলে বাইত (আ.)এর ভক্তগণ শোকের পতাকা নিয়ে ইমাম হুসাইন (আ.)এর মাযারে উপস্থিত হয়ে শোকানুষ্ঠান পালন করছেন। 4075034
মহররম মাসের প্রথম দিনে ইমাম হুসাইন (আ.)-এর মাজারে শোকানুষ্ঠান পালনের কিছু ছবি:
 
 
মহররম মাসের প্রথম দিনে হযরত আব্বাস (আ.)-এর মাজারে শোকানুষ্ঠান পালনের কিছু ছবি:
 
 

 

captcha