IQNA

কুরআন হতে জ্ঞান / ৮

প্রকৃতির অনুপাত সম্পর্কে কুরআনের বৈজ্ঞানিক অলৌকিক ঘটনা

21:21 - December 08, 2022
সংবাদ: 3472960
তেহরান (ইকনা): মানুষ যে পরিমাণ অক্সিজেন গ্রহণ করে এবং গাছপালা যে পরিমাণ অক্সিজেন ছেড়ে দেয় তার মধ্যে একটি সূক্ষ্ম ভারসাম্য রয়েছে। এছাড়াও, মানুষ যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেয় এবং গাছপালা যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে তার মধ্যে ভারসাম্য রয়েছে। পবিত্র কুরআনে এই সূক্ষ্ম ভারসাম্যের কথা বলা হয়েছে এবং এটি সৃষ্টির বিস্ময়কর ঘটনার উদাহরণ চিত্রিত করেছে।
সূরা হিজরের ১৯ নম্বর আয়াতে আল্লাহ ইরশাদ করেছেন:
الْأَرْضَ مَدَدْنَاهَا وَأَلْقَيْنَا فِيهَا رَوَاسِيَ وَأَنبَتْنَا فِيهَا مِن كُلِّ شَيْءٍ مَّوْزُونٍ
ভূমণ্ডলকেও আমরা বিস্তৃত করেছি এবং তাতে পর্বতমালার নোঙ্গর স্থাপন করেছি এবং তাতে প্রত্যেক বস্তু সুপরিমিতভাবে উৎপন্ন করেছি।
ব্যবহৃত বৈজ্ঞানিক পদ এবং অভিব্যক্তিগুলি দেখায় যে পৃথিবীতে উদ্ভিদের অনুপাত এবং তারা যে পরিমাণ কার্বন শোষণ করে এবং তারা যে অক্সিজেন ছেড়ে দেয় তার অনুপাতের মধ্যে একটি ভারসাম্য রয়েছে। এই অনুপাতগুলি সম্প্রতি বিজ্ঞানীদের দ্বারা সাবধানে পরিমাপ করা হয়েছে। উদাহরণস্বরূপ, বায়ুমণ্ডলে অক্সিজেনের শতাংশ প্রায় ২১%। এই শতাংশ বাড়লে প্রথম স্ফুলিঙ্গে পৃথিবী পুড়ে যেত, আর এই শতাংশ একটু কমলে শ্বাসরুদ্ধ হয়ে মারা যাবে জীব!
বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের অনুপাত 1% এর কম। যদি এই শতাংশ বৃদ্ধি পায়, মানুষ বিষাক্ত হবে এবং সবাই মারা যাবে, এবং যদি এটি হ্রাস পায়, গাছপালা মারা যাবে এবং জীবচক্র বন্ধ হয়ে যাবে।
আমরা সবুজ পদার্থ বা ক্লোরোফিলের ক্রমাগত সংশ্লেষণ দেখতে পাই; যে পদার্থ থেকে শস্য ও ফল বের হয়। পবিত্র কুরআনে এই সূক্ষ্ম প্রক্রিয়ার কথা বলা হয়েছে:
وَهُوَ الَّذِي أَنزَلَ مِنَ السَّمَاءِ مَاءً فَأَخْرَجْنَا بِهِ نَبَاتَ كُلِّ شَيْءٍ فَأَخْرَجْنَا مِنْهُ خَضِرًا نُّخْرِجُ مِنْهُ حَبًّا مُّتَرَاكِبًا وَمِنَ النَّخْلِ مِن طَلْعِهَا قِنْوَانٌ دَانِيَةٌ وَجَنَّاتٍ مِّنْ أَعْنَابٍ وَالزَّيْتُونَ وَالرُّمَّانَ مُشْتَبِهًا وَغَيْرَ مُتَشَابِهٍ انظُرُوا إِلَى ثَمَرِهِ إِذَا أَثْمَرَ وَيَنْعِهِ إِنَّ فِي ذَلِكُمْ لَآيَاتٍ لِّقَوْمٍ يُؤْمِنُونَ
এবং তিনিই আকাশ হতে বারি বর্ষণ করেছেন, অতঃপর আমরা এর মাধ্যমে সকল প্রকার উদ্ভিদের অঙ্কুরোদগম করেছি, অতঃপর তা হতে সবুজ মুকুল উদ্গত করে তা থেকে সুবিন্যস্ত শস্যদানা বের করেছি; এবং খেজুর গাছের মঞ্জুরী থেকে ঝুলন্ত কাঁদিসমূহ (বের করেছি) এবং আঙ্গুর, জয়তুন ও ডালিমের উদ্যানসমূহ সৃষ্টি করেছি, যাদের মধ্যে কিছু পরস্পরের সদৃশ এবং কিছু বিসদৃশ; যখন এগুলো ফলবন্ত ও পরিপক্ব হয় তখন সেগুলোর প্রতি লক্ষ্য কর, নিশ্চয় এর মধ্যে বিশ্বাসী সম্প্রদায়ের জন্য বহু নিদর্শন নিহিত আছে।
সূরা আনআম, আয়াত: ৯৯। 
পবিত্র কুরআন নিশ্চিত করেছে যে সবুজ পদার্থ প্রথমে তৈরি হয়, তারপর ফল এবং বীজ তৈরি হয়, যা পরবর্তীতে বৈজ্ঞানিক গবেষণাও বলা হয়েছে।
এখানে আমরা প্রশ্ন করি যে, মহানবী হযরত মুহাম্মদ (সা.) কি উদ্ভিদের গঠনের বিষয়ে অধ্যয়ন করেছেন এবং একটি ইলেক্ট্রন মাইক্রোস্কোপ দিয়ে পরীক্ষা করেছেন? এর জবাবে বলা উচিত, যে উৎস থেকে রসূল (সা.) এই জ্ঞান লাভ করেছেন, তিনি হলেন সর্বশক্তিমান আল্লাহ, যিনি সমস্ত মানুষকে আশ্বস্ত করেছেন যে তিনিই তাকে এই জ্ঞান শিখিয়েছেন।
কুরআন হল প্রথম বই যা আধুনিক বিজ্ঞানের কয়েক শতাব্দী আগে উদ্ভিদ জগতে স্ত্রী-লিঙ্গ এবং পুং-লিঙ্গের অস্তিত্ব প্রমাণ করেছিল।  এ ব্যাপারে মহান আল্লাহ পবিত্র কুরআনে ইরশাত করেছেন:
 
سُبْحَانَ الَّذِي خَلَقَ الْأَزْوَاجَ كُلَّهَا مِمَّا تُنبِتُ الْأَرْضُ وَمِنْ أَنفُسِهِمْ وَمِمَّا لَا يَعْلَمُونَ 
 
পবিত্র ও  মহিমান্বিত আল্লাহ যিনি এ সমগ্র জোড়া সৃজন করেছেন, ভূমি যা উৎপন্ন করে তার মধ্য হতে, স্বয়ং তাদের মধ্য থেকে এবং সে সবের মধ্য হতেও যাদের সম্বন্ধে তারা জানে না।
সূরা ইয়াসিন, আয়াত: ৩৬। 
 
captcha