IQNA

আল-আকসা মসজিদে ঈদুল আজহার নামাজে হাজার হাজার ফিলিস্তিনিদের উপস্থিতি

7:03 - June 17, 2024
সংবাদ: 3475617
ইকনা: ফিলিস্তিনের ইসলামিক এনডাউমেন্ট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ৪০ হাজার ফিলিস্তিনি মুসল্লি আল-আকসা মসজিদে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন। এই সময় দখলকারী কুদস সরকারের বাহিনী কিছু মুসল্লির সাথে সংঘর্ষে লিপ্ত হয় এবং তাদের নামাজ আদায় করতে বাধা দেয়।
আল-আকসা মসজিদে ঈদুল আজহার নামাজে হাজার হাজার ফিলিস্তিনিদের উপস্থিতিবিশ্বের কিছু অংশে মুসলিমরা রবিবার পবিত্র ঈদুল আজহা পালন করছেন। এর মধ্যে রয়েছে ইসরায়েলের নির্বিচার হামলায় বিধ্বস্ত ফিলিস্তিনও। এদিন বাধা ঠেলে প্রায় ৪০ হাজার ফিলিস্তিনি অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন।
 
আনাদোলু এজেন্সি জানিয়েছে, আল-আকসায় ঈদের জামাত হলেও সেখানে উৎসবমুখর পরিবেশ ছিল না। বরং গাজা উপত্যকায় আট মাসেরও বেশি সময় ধরে চলমান যুদ্ধের শিকারদের জন্য শোক ঝরতে দেখা গেছে মুসল্লিদের মাঝে। অপরদিকে জেরুজালেমের ইসলামিক ওয়াকফ বিভাগ বলেছে, ঈদের জামাত পড়তে যাওয়া হাজারও মুসল্লিকে প্রবেশে বাধা দিয়েছে ইসরায়েল।
 
ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, ইসরায়েলি বাহিনী আল-আকসায় যাওয়ার পথে এবং সেখান থেকে বের হওয়ার সময় মুসল্লিদের ওপর হামলা চালায়। অনেককে ঈদের নামাজ পড়ার জন্য ঢুকতে বাধা দেয়। শুধু তা-ই নয়, এদিন সকালে ইসরায়েলি বাহিনী আল-আকসার আঙিনায় প্রবেশ করে। এ সময় তাদের মুসল্লিদের পরিচয় যাচাই করতে দেখা যায়। অনেককে মসজিদের দরজার বাইরে নামাজ পড়তে বাধ্য করা হয়।
 
তবে ইসরায়েলি বাহিনীর আরোপিত নিরাপত্তা নিষেধাজ্ঞা সত্ত্বেও অধিকৃত পশ্চিম তীরের শহর হেবরনের ইব্রাহিমি মসজিদে হাজারও ফিলিস্তিনি ঈদের নামাজ পড়েছে।
 
হেবরনের ওয়াকফ বিভাগের প্রধান ঘাসন আল-রাজাবি জানান, ইসরায়েলের উদ্দেশ্য হলো পবিত্র স্থানগুলোয়, বিশেষ করে ইব্রাহিমি মসজিদে ফিলিস্তিনিদের প্রবেশ রোধ করা। এসব ব্যবস্থা সত্ত্বেও আট থেকে ১০ হাজার ফিলিস্তিনি মসজিদটিতে ঈদুল আজহার নামাজ  আদায় করেছে।
 
আনাদোলু এজেন্সি জানিয়েছে, ইব্রাহিমি মসজিদে ঢুকতে এবং সেখানে প্রার্থনা করতে মুসল্লিদের সামরিক চেকপয়েন্ট এবং ইলেকট্রনিক গেট দিয়ে যেতে হয়েছে।
captcha