IQNA

গাজায় নিপীড়নের জন্য ইসরাইলকে অবশ্যই শাস্তি পেতে হবে: এরদোগান

15:32 - July 22, 2024
সংবাদ: 3475757
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, ইসরাইলকে তার কর্মকাণ্ডের জন্য অবশ্যই শাস্তি পেতে হবে যাতে ভবিষ্যতে অন্যরা এ ধরনের নিষ্ঠুরতা থেকে বিরত থাকে।

গতকাল (রোববার) এরদোগান বলেছেন, গাজায় নৃশংসত চালানোর জন্য ইসরাইলকে অবশ্যই পরিণতির মুখোমুখি হতে হবে।

গাজায় ‘নিপীড়ন’ বন্ধে ইসরায়েলের ওপর চাপ প্রয়োগের জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট।

এরদোগান বলেছেন, গাজায়  ইসরাইলের চলামান নিপীড়ন অবসানের জন্য মার্কিন প্রশাসনের উচিত ইসরায়েলকে চাপ দেওয়া এবং খুনি নেতানিয়াহু ও তার সহযোগীদের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করা।

সম্প্রতি আন্তির্জাতিক বিচার আদালত (আইসিজে) গাজা ইস্যুতে পরামর্শমূলক রায়ে বলেছে, দখলকৃত অঞ্চল থেকে ইসরাইলি বসতিগুলি অবশ্যই উচ্ছেদ করতে হবে। আইসিজের রায়ের বিষয়ে তুর্কি প্রেসিডেন্ট বলেন, এ রায় ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার নিশ্চিত করেছে এবং 'আমি আশা করি এই সিদ্ধান্ত এবং এর আগের সিদ্ধান্তগুলি যা ইসরাইল বাস্তবায়ন করেনি সে সম্পর্কে আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে একটি সচেতনতা সৃষ্টি হবে।

গাজা ইস্যুতে সবাই আইসিজের সিদ্ধান্তের পাশে থাকবে বলে তুর্কি প্রেসিডেন্ট আশা প্রকাশ করেন।

গত শুক্রবার আন্তর্জাতিক বিচার আদালত বলেছে, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের অব্যাহত উপস্থিতি বেআইনি।#

পার্সটুডে/জিএআর/২২

captcha