সৃষ্টিকর্তার সান্নিধ্যে আসার মূল উপায় হলো পাপ ত্যাগ করা। সুপারিশকৃত ইবাদত (মুস্তাহাব্বাত), নফল ইবাদত, দোয়া ও অন্যান্য আমল সবই গৌণ বিষয়। আসল বিষয় হলো নিজেকে পাপ ও অন্যায় কাজ থেকে বিরত রাখা। এটাই তাকওয়ার (খোদাভীতি) প্রকৃত দাবি।
পাপ আমাদের দোয়া ও আধ্যাত্মিক মনোযোগের অবস্থায় পৌঁছাতে বাধা সৃষ্টি করে। পাপ আমাদের আত্ম-পর্যালোচনা ও আত্ম-শুদ্ধির পথ রুদ্ধ করে দেয়। নিজেকে পাপ থেকে দূরে রাখার জন্য আন্তরিক প্রচেষ্টা চালাও।
— ইমাম খামেনেই (হা.) , ৭ এপ্রিল, ১৯৯০