
ইকনার প্রতিবেদনে জানানো হয়েছে, আয়াতুল্লাহ সিস্তানির দপ্তর ঘোষণা করেছে যে, শনিবার ছিল মুহররম মাসের শেষ দিন এবং রোববার, ২৭শে জুলাই সফর মাসের প্রথম দিন।
এই হিসেবে, ইরাকের পবিত্র কারবালায় ইমাম হুসাইন (আ.)-এর চেহলাম বা ‘আরবাইন’ শুক্রবার, ১৫ই আগস্টে অনুষ্ঠিত হবে।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ির দপ্তরের চাঁদ দেখার কমিটির ভিত্তিতে শনিবার, ২৬শে জুলাই সফর মাসের প্রথম দিন ঘোষণা করা হয়েছে এবং এই ঘোষণা মোতাবেক বৃহস্পতিবার, ১৪ই আগস্ট আরবাইন তথা ইমাম হুসাইন (আ.)এর শাহাদাতের চল্লিশা পালিত হবে।
‘আরবাইন’ বা ‘চেহলাম’ একটি ইসলামী ধর্মীয় অনুষ্ঠান, যা সফর মাসের ২০ তারিখে, অর্থাৎ আশুরার চল্লিশ দিন পর অনুষ্ঠিত হয়। এই দিনটি হযরত ইমাম হুসাইন (আ.)-এর শাহাদতের স্মরণে পালন করা হয়।
এই দিনের মাহাত্ম্য হলো—কারবালার বন্দীরা শামের (দামেশক) পথ ধরে ফিরে আসার সময় ইমাম হুসাইন (আ.)-এর রওজা যিয়ারত করেন। আরবাইন দিবসে ‘জিয়ারতে আরবাইন’ নামে একটি বিশেষ আমল বা দোয়া পড়া হয়ে থাকে। ইমাম হাসান আসমারী (আ.)এর হাদীস মোতাবেক এই দিনে মু’মিনগণ জিয়ারতে আবাইন পাঠ করেন।
ইরানে ২০ সফরকে সরকারিভাবে ছুটির দিন ঘোষণা করা হয় এবং এদিন শোকানুষ্ঠান ও আরবাইনের বিখ্যাত ‘পায়ে হেঁটে কারবালায় যাত্রা’ (মারচ ফর আরবাইন) অনুষ্ঠিত হয়, যা শিয়াদের অন্যতম বৃহত্তম ধর্মীয় সমাবেশ। 4296250#