ইকনা-র প্রতিবেদনে, ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা-এর বরাত দিয়ে বলা হয়েছে, হাজার হাজার ফিলিস্তিনি নাগরিক ইসরায়েলি দখলদার কর্তৃপক্ষের আরোপিত কঠোর সামরিক পদক্ষেপের মধ্যেই আল-আকসা মসজিদে জুমার নামাজ আদায় করেছেন।
জেরুজালেমের ইসলামি ওয়াক্ফ প্রশাসন অনুমান করেছে যে, প্রায় ৪০ হাজার মুসল্লি আল-আকসায় জুমার নামাজ আদায় করেছেন।
এদিকে, দখলদার বাহিনী বাব আল-আমুদ এবং বাব আল-আসবাত দিক থেকে আল-আকসায় প্রবেশ করতে আসা মুসল্লিদের বাধা দেয়, তাদের পরিচয়পত্র পরীক্ষা করে এবং কয়েকজন যুবককে গ্রেফতার করে মসজিদে প্রবেশে বাধা দেয়।
এছাড়া, জায়নিস্ট বসতি স্থাপনকারীরা বাব আল-আসবাত এলাকায়, যখন মুসল্লিরা মসজিদের দিকে যাচ্ছিলেন, তখন উসকানিমূলক গান পরিবেশন ও নাচগান করে।
দখলদার বাহিনী আল-আকসা মসজিদের খতিব ও জেরুজালেমের প্রধান বিচারপতি ইয়াদ আল-আব্বাসি-কে মসজিদ থেকে বের হওয়ার সময় গ্রেফতার করে। তিনি জুমার খুতবায় গাজা উপত্যকার মানবিক পরিস্থিতির অবনতি নিয়ে বক্তব্য দেওয়ার পর গ্রেফতার হন এবং পরে মুক্তি পান।
দখলদার বাহিনী এখনো আল-আকসা মসজিদে প্রবেশে কঠোর বিধিনিষেধ আরোপ করে, বিশেষত জুমার দিনগুলোতে। তারা পশ্চিম তীরের বিভিন্ন প্রদেশ থেকে আগত হাজার হাজার ফিলিস্তিনি নাগরিককে জেরুজালেমে এসে আল-আকসায় নামাজ আদায়ে বাধা দেয় এবং পবিত্র নগরীর চারপাশের সামরিক চেকপোস্ট পার হতে বিশেষ অনুমতির শর্ত আরোপ করে। 4297578#