
ইকনা’র প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের গণমাধ্যম জানিয়েছে যে ইসরায়েলি সেনাবাহিনীর যুদ্ধবিমানগুলো ধারাবাহিক বিমান হামলায় দক্ষিণ লেবাননের আল-দামাশকিয়াহ, ওয়াদি বারগার, আল-জারমাক এবং আল-মাহমুদিয়াহ এলাকাগুলোকে লক্ষ্যবস্তু করেছে।
লেবাননের জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে যে ইসরায়েলি সেনাবাহিনীর যুদ্ধবিমানগুলো আজ বৃহস্পতিবার আল-মাহমুদিয়াহ ও আল-খুরদালি এলাকায় এবং দক্ষিণ লেবাননের পূর্ব পর্বতমালায় অবস্থিত আল-শা'রা মহল্লায় একাধিক হামলা চালিয়েছে।
পূর্ব পর্বতমালায় অবস্থিত নাসিরিয়াহ শহরের তেল আল-সানদুক মহল্লায়ও আরেকটি হামলা হয়েছে। একই পর্বতমালায় অবস্থিত ব্রিতাল শহরের উপকণ্ঠে ইসরায়েলি সেনাবাহিনীর পঞ্চম বিমান হামলাটি চালানো হয়।
এদিকে, ইসরায়েলি সেনাবাহিনীর যুদ্ধবিমানগুলো আজ হাসবাইয়া আল-আরকুব এলাকা, দখলকৃত শেবা খামার, শেবা খামারের উপর অবস্থিত রাডার টিলা, আল-আরকুব এলাকা, কেফারশুবা উপকণ্ঠ, আল-হিবারিয়াহ, কেফারহামাম, পূর্ব ও পশ্চিম বেকা, এবং আকলিম আল-তুফাহ এলাকা, বিশেষত পূর্ব ও পশ্চিম বেকার উঁচু এলাকা এবং সিরিয়ার দখলকৃত ভূখণ্ড সংলগ্ন লেবাননের উঁচু এলাকা জুড়ে উড়ে বেড়িয়েছে।
এই উড্ডয়নগুলো একই সময়ে দখলকৃত সিরিয়ার গোলান মালভূমির উঁচু এলাকায়ও হয়, যেখানে ইসরায়েলি দখলদার বাহিনী মোতায়েন রয়েছে। 4297494#