ইকনা সংবাদ সংস্থা জানিয়েছে, আহমাদ আদ-দালীল এই ক্যাম্পেইনে নিজের তারতীল তেলাওয়াতের ভিডিও প্রেরণের মাধ্যমে অংশ নিয়েছেন এবং এতে তিনি পবিত্র সূরা নসর তেলাওয়াত করেছেন।
ক্যাম্পেইন ‘ফাতহ’ শুরু করা হয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরানের ওপর ইহুদিবাদী শাসকগোষ্ঠীর হামলার প্রেক্ষাপটে, এমন পরিস্থিতিতে যখন ইসলামী বিপ্লবের শত্রুরা নানা ষড়যন্ত্রের মাধ্যমে ইরানি জাতির মনোবল দুর্বল ও তাদেরকে হতাশ করতে চায়। এই উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক কোরআন সংবাদ সংস্থা (ইকনা)।
এই ক্যাম্পেইনের লক্ষ্য হলো ইসলামী সেনাবাহিনীর রণাঙ্গনের যোদ্ধাদের মনোবল বৃদ্ধি, সমাজে আশাবাদ ও প্রশান্তি সৃষ্টি এবং জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে আল্লাহর বাণী তথা কোরআনের বার্তা প্রচার করা।
ইরান ও বিভিন্ন দেশের জ্যেষ্ঠ, তরুণ ও সক্রিয় কোরআনপ্রেমীরা এই ক্যাম্পেইনে অংশ নিতে পারেন। এর জন্য তারা সূরা ফাতহ-এর প্রারম্ভিক আয়াতসমূহ, সূরা আলে ইমরান-এর আয়াত ১৩৯, সূরা নসর ইত্যাদি তেলাওয়াত করে ভিডিও ফাইল ফাতহঅ্যাডমিন ঠিকানায় (ইতা, বালে ও অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে) পাঠাতে পারবেন। 4295258#