IQNA

সৌদি ক্রীড়াবিদের সঙ্গে ইসরায়েলি প্রতিদ্বন্দ্বীর করমর্দন

9:20 - August 12, 2025
সংবাদ: 3477869
ইকনা- চীনে চলমান মার্শাল আর্ট প্রতিযোগিতায় সৌদি আরবের একজন ক্রীড়াবিদ তার ইসরায়েলি প্রতিদ্বন্দ্বীর সঙ্গে করমর্দন করেছেন।

ইকনা (IQNA) আরবি ২১এর বরাত দিয়ে জানায়, ইসরায়েলি গণমাধ্যম চীনের চেংদু শহরে অনুষ্ঠিত বিশ্ব জুজিৎসু গেমসে সৌদি এক খেলোয়াড় ও ইসরায়েলি প্রতিদ্বন্দ্বীর করমর্দনের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে।

এই প্রতিযোগিতার এক ম্যাচে, ইসরায়েলি প্রতিনিধি সার শেমেশ (Sar Shemesh) ৮৫ কেজি ওজন শ্রেণিতে সৌদির ১৮ বছর বয়সি যুবক আব্দুল্লাহ নেদা (Abdullah Neda)–র মুখোমুখি হন।

ইসরায়েলি গণমাধ্যম ম্যাচের আগে দুই খেলোয়াড়ের করমর্দনের ছবি প্রকাশ করেছে।

তবে সৌদি গণমাধ্যম এই ম্যাচের কোনো উল্লেখ করেনি এবং সৌদি অলিম্পিক কমিটির সরকারি অ্যাকাউন্টও আব্দুল্লাহ নেদার প্রতিদ্বন্দ্বীর নাম উল্লেখ করা থেকে বিরত থেকেছে।

সৌদি গণমাধ্যম নেদার ব্রোঞ্জ পদক জয়ের খবর উদযাপন করেছে এবং একজন আমিরাতি খেলোয়াড়ের সঙ্গে তার ম্যাচের ছবি প্রকাশ করেছে, তবে ইসরায়েলি খেলোয়াড়ের সঙ্গে ম্যাচের কোনো ছবি প্রকাশ করেনি।

সাম্প্রতিক বছরগুলোতে সৌদি আরব ও ইসরায়েলের মধ্যে ক্রীড়াক্ষেত্রে সম্পর্ক স্বাভাবিক করার প্রবণতা বেড়েছে, এবং সৌদি দলগুলো ডাকর র‍্যালি, ই-স্পোর্টস এবং অন্যান্য প্রতিযোগিতায় এই শাসনব্যবস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছে।

এর ফলে, বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় সৌদি নারী ও পুরুষ ক্রীড়াবিদদের ইসরায়েলি খেলোয়াড়দের মুখোমুখি হতে দেখা গেছে।

হিব্রু গণমাধ্যম এক সৌদি সূত্রের বরাত দিয়ে দাবি করেছে, যদি ইসরায়েল গাজা নিয়ে ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছায়, তবে তেল আবিব ও রিয়াদের মধ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণের আলোচনা পুনরায় আলোচনার টেবিলে ফিরে আসবে।

এদিকে, এর আগে সৌদি কর্মকর্তারা বলেছিলেন, শুধুমাত্র একটি ফিলিস্তিনি রাষ্ট্র গঠিত হলে তারা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণে যাবে।

এর আগে ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ (Bezalel Smotrich) হুমকিসূচক ভাষায় সৌদি আরবকে ইসরায়েলের সঙ্গে শান্তির "মূল্য" পরিশোধ করতে বলেন।

তিনি যোগ করেন: সৌদি আরবের মতো দেশগুলোর পক্ষে এই চুক্তিতে যোগ দেওয়া লাভজনক। ইসরায়েলের সঙ্গে শান্তির খরচ বহন করতে হবে সৌদি আরবকেই।

স্মোটরিচ বলেন: শান্তি অর্জনের বিনিময়ে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের ধারণাটি বাস্তবতা থেকে দূরে। আমাদের কারও প্রয়োজন নেই। 4299463#

 

captcha