ইমাম হুসাইন (আ.)এর আরবাইনের শোকানুষ্ঠান উপলক্ষে বাহরানের তরুণরা কারবালায় হজরত ইমাম হুসাইন (আ.)–এর পবিত্র রওজা পরিবেষ্টন করে সীনা-জানি ও শোকানুষ্ঠানে অংশ নিচ্ছেন।
আস্তানায়ে মোকাদ্দাস হোসেইনির তথ্য নেটওয়ার্কের বরাত দিয়ে ইকনা জানিয়েছে, আরবাইন হোসেইনির পায়ে হেঁটে জিয়ারতের দিনগুলোতে বাহরানের তরুণদের এক ঢেউ কবরুলা মুআল্লার দিকে ছুটে আসে। তারা অশ্রুসিক্ত চোখ ও হৃদয়ছোঁয়া নওহাখানির মাধ্যমে হোসেইনি সংস্কৃতি ও মাকতাবের সঙ্গে গভীর বন্ধন গড়ে তোলে এবং বিশ্ববাসীর সামনে প্রতিরোধ ও ত্যাগের বার্তা জীবন্ত রাখে।
এই উচ্ছ্বসিত উপস্থিতি শুধু আহলে বাইত (আ.)–এর প্রতি সীমাহীন ভালোবাসারই প্রতিফলন নয়, বরং তা ইসলামী উম্মাহর অবিচল সংহতিরও প্রতীক। প্রতি বছর মানবিক ও আল্লাহপ্রদত্ত মূল্যবোধের ওপর গুরুত্ব দিয়ে এই আয়োজন অত্যাচার ও অবিচারের বিরুদ্ধে ঐক্য ও আনুগত্যের এক জাঁকজমকপূর্ণ দৃশ্যপট তুলে ধরে। 4299619#