ইকনা ও মিডল ইস্ট নিউজ-এর সূত্রে জানা গেছে, আরবাইন হোসাইনি হল শিয়া মুসলমানদের তৃতীয় ইমাম, শহীদদের নেতা হযরত হোসাইন (আ.)-এর শাহাদাতের চল্লিশতম দিন। তিনি ছিলেন আমিরুল মু’মিনিন হযরত আলী (আ.) ও হযরত ফাতেমা যাহরা (সা.)-এর পুত্র এবং বিশ্বনবী মুহাম্মাদ (সা.)-এর প্রিয় দৌহিত্র। এই ঘটনা ঘটেছিল কারবালার পবিত্র ভূমিতে, যে স্থানকে কারবালা বা কারব ও বালা বলা হয়।
আরবাইনের আগের দিনগুলোতে লাখ লাখ শিয়া মুসলমান ইরাক ভ্রমণ করে থাকেন যাতে তাঁরা পবিত্র ইমাম হোসাইন (আ.)-এর রওজা মোবারক যিয়ারত করতে পারেন। এটি বিশ্বের সবচেয়ে বড় পদযাত্রা অনুষ্ঠান হিসেবে গণ্য হয়, যা নির্দিষ্ট একটি সময়ের মধ্যে সংঘটিত হয়। এই কর্মসূচিতে অংশগ্রহণকারী মানুষের সংখ্যা ৪৫ মিলিয়নেরও বেশি ছাড়িয়ে যায়।
নিচে ইমাম আলী (আ.)-এর পবিত্র মাজারে হোসাইনি ভক্ত ও যিয়ারতকারীদের উচ্ছ্বাসময় উপস্থিতির কিছু ছবি উপস্থাপন করা হলো।۴۲۹۹۷۶۱#