IQNA

পবিত্র নাজাফ; পয়গম্বর (সা.)–এর ওফাত দিবস উপলক্ষে অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি

15:29 - August 18, 2025
সংবাদ: 3477902
ইকনা- নাজাফের পুরাতন শহরাঞ্চলের পৌরসভা ঘোষণা করেছে যে, পয়গম্বর (সা.)–এর ওফাত দিবসে আগত যিয়ারতকারীদের স্বাগত জানাতে সবধরনের সেবামূলক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
পবিত্র নাজাফ; পয়গম্বর (সা.)–এর ওফাত দিবস উপলক্ষে অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতিনাজাফ পুরাতন শহরের মেয়র লিকা আল-জুরফি জানান: এই অনুষ্ঠানও অন্যান্য মিলিয়নী যিয়ারতের মতো, যেখানে ইরাকের বিভিন্ন প্রদেশ ছাড়াও আরব ও ইসলামী দেশগুলো থেকে বিপুল সংখ্যক যিয়ারতকারী উপস্থিত হন।
তিনি যোগ করেন: সবচেয়ে বেশি ভিড় হয় পুরাতন শহরাঞ্চল ও ইমাম আলী (আ.)–এর পবিত্র রওজা সংলগ্ন এলাকায়, যেখানে মুসলমানরা এই মহা শোকে সমবেদনা জানাতে ঐতিহ্যগতভাবে সমবেত হন।
আল-জুরফি জানান, পৌরসভার সব কর্মী—যাদের সংখ্যা ১০০ জনেরও বেশি—এবং ২০টিরও বেশি বিশেষায়িত যানবাহন ও মেশিন পরিষ্কার-পরিচ্ছন্নতা ও বর্জ্য অপসারণে নিয়োজিত করা হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, এই কার্যক্রম ইমাম হুসাইন (আ.)–এর আরবাইন যিয়ারতের সময় সফল সেবা পরিকল্পনার ধারাবাহিকতা হিসেবেই নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন: বর্তমানে গৃহীত পরিকল্পনায় নাজাফ পুরাতন শহরের পৌরসভার সহায়তায় অন্যান্য শহর ও অঞ্চলের পৌরসভার কর্মীদেরও যুক্ত করা হবে, কেননা এবার বিপুল সংখ্যক যিয়ারতকারী সমবেত হওয়ার পূর্বাভাস রয়েছে।
আল-জুরফি আরও যোগ করেন: যিয়ারতকারীদের চলাচল নির্বিঘ্ন ও সহজ করার জন্য এবং সর্বোত্তম সেবা দেওয়ার লক্ষ্যে সেবামূলক ও নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে নিয়মিত সমন্বয় চালিয়ে যাওয়া হচ্ছে। 4300536
 
captcha