ইকনার প্রতিবেদন অনুযায়ী, লেবাননের সরকারি সংবাদ সংস্থার উদ্ধৃতি দিয়ে জানানো হয়েছে যে নওয়াফ সালাম বৈরুতের ‘আল-রুশা’ এলাকায় আয়োজিত এ অনুষ্ঠানে ঘটে যাওয়া ঘটনাবলি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন।
নওয়াফ সালাম সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ এক বার্তায় লিখেছেন, “এই ঘটনায় বৈরুত গভর্নর অফিস থেকে প্রদত্ত অনুমতিপত্রের শর্তাবলী স্পষ্টভাবে লঙ্ঘন করা হয়েছে। সেই অনুমতিতে উল্লেখ ছিল যে আল-রুশা শিলায় স্থল, সমুদ্র বা আকাশপথে কোনো ধরনের আলোকসজ্জা এবং সেখানে কোনো ছবি প্রদর্শন সম্পূর্ণ নিষিদ্ধ।”
প্রধানমন্ত্রী অভিযোগ করেন, ন্যূনতম পর্যায়েও যা ঘটেছে, তা আয়োজক ও তাদের সমর্থকদের—including হিজবুল্লাহ—প্রদত্ত অঙ্গীকার ভঙ্গের শামিল এবং এটি নতুন একটি লঙ্ঘন, যা সরকারের ও দেশের সরকারি প্রতিষ্ঠানের কাছে তাদের বিশ্বাসযোগ্যতায় প্রভাব ফেলতে পারে।
তিনি স্বরাষ্ট্র, বিচার ও প্রতিরক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন যেন অনুষ্ঠানটির দায়িত্বপ্রাপ্তদের গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।
উল্লেখ্য, হিজবুল্লাহ সমর্থকরা শহীদ সায়েদ হাসান নাসরুল্লাহ ও তাঁর সাথীদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৈরুতের আল-রুশা শিলা প্রান্তে সমবেত হন। এসময় শিলাটি হিজবুল্লাহর প্রয়াত মহাসচিবের ছবিতে আলোকিত করা হয়।
অনুষ্ঠানে হিজবুল্লাহ সমর্থকরা হিজবুল্লাহর পতাকা, লেবানন ও ইরানের পতাকা এবং শহীদ সায়েদ হাসান নাসরুল্লাহ ও সায়েদ হাশিম সাফিউদ্দিনের ছবি উড়িয়েছেন। 4307160#