IQNA

আমেরিকার সহায়তায় ইসরায়েলি বর্বরতা অব্যাহত: আনসারুল্লাহ নেতা

21:40 - September 26, 2025
সংবাদ: 3478134
ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের নেতা সাইয়েদ আব্দুল মালিক বাদরুদ্দিন আল-হুথি বলেছেন, দুই বছর পূর্ণ হলেও যুক্তরাষ্ট্রের সমর্থনে ইসরায়েলি দখলদার বাহিনী গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে নৃশংস আগ্রাসন ও গণহত্যা চালিয়ে যাচ্ছে।

ইকনা, আল-মাসিরাহ সূত্রে জানা গেছে, ইয়েমেন ও আঞ্চলিক সাম্প্রতিক পরিস্থিতি বিশেষ করে গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান আগ্রাসন নিয়ে এক ভাষণে আল-হুথি এ মন্তব্য করেন।

 

তিনি বলেন, “দুই বছর পূর্ণ হতে চলেছে, কিন্তু ইসরায়েলি শত্রু গাজা উপত্যকার জনগণের বিরুদ্ধে নৃশংস আগ্রাসন ও গণহত্যা অব্যাহত রেখেছে। তারা গাজাবাসীদের অনাহার ও তৃষ্ণার মধ্যে ফেলে রেখেছে এবং অবরোধ জারি রেখেছে, যার ফলে ভোগান্তি ও বিপর্যয় আরও গভীর হচ্ছে।”

 

পশ্চিম তীরের পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, “ইহুদি নববর্ষ উপলক্ষে ইসরায়েলি শত্রু আল-আকসা মসজিদে হামলা ও জেরুজালেমের জনগণের ওপর বিধিনিষেধ জোরদার করেছে। তারা বিভিন্ন আগ্রাসনের মাধ্যমে পশ্চিম তীরে দখল কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বিশেষত খালিল শহরকে (হেবরন) সম্পূর্ণ নিয়ন্ত্রণে নেওয়ার লক্ষ্যেই হামলা বাড়িয়েছে, কারণ এই শহর ফিলিস্তিনের দ্বিতীয় পবিত্র শহর হিসেবে বিবেচিত। ইসরায়েল ধীরে ধীরে পুরো পশ্চিম তীর দখলের পরিকল্পনা করছে।”

 

তিনি ইসরায়েলি অপরাধকে সুস্পষ্ট ও বিশ্বব্যাপী নিন্দিত বলে উল্লেখ করে বলেন, এসব আগ্রাসন যুক্তরাষ্ট্রের সরাসরি সমর্থনেই চলছে। তার মতে, যুক্তরাষ্ট্র জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভেটো প্রয়োগ এবং ২৫০ সদস্যের এক নজিরবিহীন কংগ্রেস প্রতিনিধি দল দখলকৃত ভূখণ্ডে পাঠিয়ে ইসরায়েলকে প্রকাশ্যে সহায়তা করেছে।

 

আল-হুথি গাজা উপত্যকায় ফিলিস্তিনি প্রতিরোধের ব্যাপক অভিযানের প্রশংসা করেন এবং শেখ রিজওয়ান এলাকায় কাসাম ব্রিগেডের সাহসী অভিযান ও কাসাম ও সারায়া আল-কুদসের যৌথ রকেট হামলার উল্লেখ করেন।

 

আরব দেশগুলোর উদ্দেশে তিনি বলেন, “যখন যুক্তরাষ্ট্র অবিরামভাবে ইসরায়েলকে উন্নত অস্ত্র সরবরাহ করছে, তখন কিছু আরব শাসক ফিলিস্তিনিদের সহায়তা না করে প্রতিরোধ আন্দোলনের নিরস্ত্রীকরণের দাবি জানাচ্ছে।”

 

ইসরায়েলের লেবাননে হামলা প্রসঙ্গে তিনি লেবানন সরকারের অবস্থান ও পশ্চিমা সমর্থকদের কঠোর সমালোচনা করেন। আল-হুথি বলেন, লেবানন সরকারের নীতিগুলো দুর্বল, অপমানজনক এবং আমেরিকা ও ইসরায়েলের নির্দেশনাধীন, যা লেবাননের কোনো উপকারে আসবে না।

 

তিনি লেবানন সরকারের হিজবুল্লাহবিরোধী অবস্থানকে ‘বোকামি’ আখ্যা দিয়ে বলেন, এটি লেবাননের সুরক্ষা কিংবা সার্বভৌমত্ব রক্ষা করতে পারবে না।

 

আল-হুথি আরও জানান, লেবাননের প্রতিরোধ আন্দোলন ও হিজবুল্লাহ শহীদ সাবেক মহাসচিব সায়েদ হাসান নাসরুল্লাহর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। তিনি নাসরুল্লাহকে ইসলামের ও মানবতার শহীদ আখ্যা দিয়ে আমেরিকা-ইসরায়েলি প্রকল্পের বিরুদ্ধে অঞ্চলের সুরক্ষায় তার ও হিজবুল্লাহর ভূমিকাকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।4307046#

captcha