IQNA

২০২৫ সালে মুসলিম পর্যটকদের জন্য সবচেয়ে অতিথিপরায়ণ গন্তব্য নির্বাচিত হলো হংকং

12:11 - September 27, 2025
সংবাদ: 3478139
ইকনা- হালাল ভ্রমণ গন্তব্য মূল্যায়নকারী একটি আন্তর্জাতিক সংস্থা হংকং-কে ২০২৫ সালের মুসলিম পর্যটকদের জন্য সর্বোত্তম গন্তব্য হিসেবে ঘোষণা করেছে।
ইকনার প্রতিবেদন, দ্য ফিনটেক টাইমস সূত্রে: হংকংকে CrescentRating (গ্লোবাল হালাল ট্রাভেল অথরিটি) আয়োজিত Halal in Travel Awards 2025-এ মুসলিম ভ্রমণকারীদের জন্য বছরের সেরা গন্তব্য নির্বাচিত করা হয়। এছাড়াও মাস্টারকার্ডের সহযোগিতায় CrescentRating প্রকাশিত গ্লোবাল মুসলিম ট্রাভেল ইনডেক্স (GMTI) ২০২৫-এ হংকং অ-ওআইসি (OIC) সদস্য দেশগুলোর মধ্যে তৃতীয় স্থানে উন্নীত হয়েছে।
এই স্বীকৃতি হংকং-এর সেই ধারাবাহিক প্রচেষ্টারই প্রতিফলন, যার মাধ্যমে তারা বিশেষ করে উপসাগরীয় সহযোগিতা পরিষদ (GCC) ও মধ্যপ্রাচ্যের মুসলিম পর্যটকদের আকৃষ্ট করার লক্ষ্যে পর্যটন খাতকে আরও উন্নত করছে।
GMTI সূচক বিশ্বের ১৩৩টি গন্তব্যকে অন্তর্ভুক্ত করে এবং হালাল খাদ্য, মুসলিমবান্ধব সুবিধা ও আবাসনের মতো মানদণ্ডে মূল্যায়ন করে। হংকং ২০২৪ সালে অ-ওআইসি দেশগুলোর মধ্যে চতুর্থ স্থান থেকে এ বছর তৃতীয় স্থানে উঠে এসেছে এবং প্রথমবারের মতো শীর্ষ তিনে প্রবেশ করেছে।
বিশেষ র‌্যাঙ্কিংয়ে— মুসলিমবান্ধব ভ্রমণের জন্য (অ-ওআইসি দেশ) প্রথম স্থান, মুসলিম নারী ভ্রমণকারীদের জন্য (অ-ওআইসি দেশ) দ্বিতীয় স্থান অর্জন করেছে।
এছাড়া শহরের বেশ কয়েকটি প্রতিষ্ঠান আলাদা পুরস্কারও পেয়েছে: Mira Hong Kong ও Kowloon Shangri-La — "মুসলিমবান্ধব হোটেল অব দ্য ইয়ার", Ngong Ping 360 — "মুসলিমবান্ধব আকর্ষণ অব দ্য ইয়ার", Hong Kong Convention and Exhibition Centre — "মুসলিমবান্ধব কনভেনশন সেন্টার অব দ্য ইয়ার"।
হংকং ট্যুরিজম বোর্ড (HKTB) এই সাফল্যের পেছনে তাদের তিনমুখী কৌশল—স্বীকৃতি, প্রশিক্ষণ ও প্রচারকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছে। সংস্থাটি স্থানীয় ব্যবসাগুলোকে মুসলিম পর্যটন সম্পর্কে শিক্ষিত ও উৎসাহিত করতে স্বনামধন্য প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সহযোগিতা করছে।
এই উদ্যোগের ফলে দ্রুত বৃদ্ধি লক্ষ্য করা গেছে— ২০২৪ সালের শুরুতে যেখানে প্রায় ১০০টি রেস্টুরেন্ট হালাল সার্টিফায়েড ছিল, এখন তা বেড়ে প্রায় ১৯০টিতে পৌঁছেছে। বর্তমানে এসব রেস্টুরেন্টে চীনা ফাইন ডাইনিং থেকে শুরু করে স্থানীয় খাবার পর্যন্ত নানা বিকল্প পাওয়া যাচ্ছে। ৬০টিরও বেশি হোটেল, পর্যটন আকর্ষণ ও কনভেনশন ভেন্যুকে মুসলিমবান্ধব হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।
হংকং ট্যুরিজম বোর্ডের চেয়ারম্যান ড. পিটার লাম বলেন: "হংকং ট্যুরিজম বোর্ড সরকার, পর্যটন শিল্প ও সংশ্লিষ্ট খাতের সহযোগিতায় মুসলিমবান্ধব গন্তব্য হিসেবে হংকং-কে এগিয়ে নিতে কাজ করছে। সাম্প্রতিক বছরগুলোতে আমরা হংকং, মধ্যপ্রাচ্য ও আসিয়ান দেশের মধ্যে সম্পর্ক আরও মজবুত করেছি। এই পুরস্কার আমাদের জন্য গর্বের এবং আমরা বিজয়ী প্রতিষ্ঠানগুলোকে আন্তরিক অভিনন্দন জানাই।" 4306871#
 
captcha