সেই পেজে ২০১৭ সালে ক্যুবেক ইসলামিক কালচারাল সেন্টারে আসরের নামাজ চলাকালে সংঘটিত সন্ত্রাসী হামলার নবম বার্ষিকী উদযাপন করা হচ্ছিল। হামলায় ৬ জন নিহত ও ১৯ জন আহত হয়েছিলেন।
ধারণা করা হচ্ছে, পেজটি কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি করা হয়েছিল এবং সেখানে নামাজরত মুসল্লিদের একটি ছবি (মন্ট্রিয়লের অলিম্পিক স্টেডিয়ামে) ও ক্যুবেক মসজিদের একটি ছবি ব্যবহার করা হয়েছিল।
ঘোষিত ইভেন্টটি ২০২৬ সালের ২৯ জানুয়ারিতে আয়োজনের পরিকল্পনা করা হয়েছিল। এই তারিখেই সন্ত্রাসী আলেকজান্ডার বিসোনেটের হামলার নবম বার্ষিকী হবে। বিসোনেটকে ইব্রাহিমা বেরি, মামাদু তানু বেরি, খালেদ বেলকাসেম, আব্দুল করিম হাসান, ইযেদ্দিন সুফিয়ান ও আবু বকর থাবিতিকে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল।
কানাডার মুসলিম ন্যাশনাল কাউন্সিল (NCCM) মেটার সঙ্গে যোগাযোগ করে পেজটি সরানোর দাবি জানায়। তাদের এক বিবৃতিতে বলা হয়:
“আমরা গভীরভাবে আতঙ্কিত ও উদ্বিগ্ন যে ফেসবুকে এমন একটি ইভেন্ট পোস্ট করা হয়েছে, যেখানে আলেকজান্ডার বিসোনেট – ক্যুবেক মসজিদ সিটির সন্ত্রাসী ও গণহত্যাকারী – এর নাম ব্যবহার করে এটি প্রচার করা হয়েছে।”
সংগঠনটি জানায়, মেটার সঙ্গে সমন্বয় করে পেজটি সরানো হয়েছে। ওই পেজে কানাডাবাসীদের আহ্বান জানানো হয়েছিল ২০২৬ সালের বার্ষিকীতে ক্যুবেক শহরে ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে এক প্রতিবাদে অংশ নিতে। ইতোমধ্যেই ৫০০ জন সেখানে অংশগ্রহণের জন্য নিবন্ধন করেছিলেন।
NCCM-এর প্রধান নির্বাহী স্টিফেন ব্রাউন বলেন:
“এটি ইসলামবিদ্বেষীদের আরেকটি অত্যন্ত উদ্বেগজনক প্রচেষ্টা, যার লক্ষ্য ক্যুবেকের মুসলিমদের ভয়ভীতি দেখানো। এতে গুরুতর পরিণতি, এমনকি সহিংসতাও ঘটতে পারে। এটি অত্যন্ত বিপজ্জনক। আমরা নির্বাচিত জনপ্রতিনিধি ও নেতাদের কাছে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাই।”
তিনি আরও জানান, মেটা এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। 4307330#