ইকনা'র প্রতিবেদনে আল-ইয়াওম আস-সাবেয়ার বরাত দিয়ে জানানো হয়েছে, শায়খ আহমদ আত-তাইয়্যিব, আল-আজহার শরীফের প্রধান এবং মুসলিম হিকমাহ কাউন্সিলের সভাপতি, এক বার্তায় আয়াতুল্লাহ সিস্তানীর স্ত্রী ইন্তেকালে সমবেদনা জানান।
তার বার্তায় উল্লেখ করা হয়েছে:
“আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী সিস্তানীর সহধর্মিণীর ইন্তেকালে আমি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহর দরবারে প্রার্থনা করছি, তিনি মরহুমাকে অফুরন্ত রহমত দান করুন এবং পরিবার ও আত্মীয়দের ধৈর্য ও প্রশান্তি দান করুন।”
উল্লেখ্য, আয়াতুল্লাহ সিস্তানীর সহধর্মিণী ছিলেন আয়াতুল্লাহ সাইয়্যেদ মির্জা হাসানের কন্যা এবং আয়াতুল্লাহ আল-উজমা সাইয়্যেদ মুহাম্মদ হাসান শিরাজি (মুজাদ্দিদ শিরাজি)-এর নাতনী। তিনি দুই রাত আগে ইন্তেকাল করেন।
গতকাল কربলার হজরত ইমাম হুসাইন (আ.)-এর পবিত্র রওজা শরীফে বিপুল সংখ্যক মু’মিনদের উপস্থিতিতে তার জানাজা অনুষ্ঠিত হয়।
এছাড়াও, ইরাক ও ইরানের শীর্ষস্থানীয় কর্মকর্তারা এবং আমাদের দেশের বহু মারজায়ে তাকলিদ একাধিক বার্তায় আয়াতুল্লাহ আল-উজমা সাইয়্যেদ আলী হুসেইনি সিস্তানীর দরবারে এই অপূরণীয় ক্ষতিতে গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। 4307925#