IQNA

সংযুক্ত আরব আমিরাতে শুরু হলো শেখা হিন্দ বিনতে মাকতুম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব

15:15 - November 10, 2025
সংবাদ: 3478409
ইকনা- আধ্যাত্মিক ও উচ্ছ্বসিত পরিবেশে সংযুক্ত আরব আমিরাতে শুরু হয়েছে ২৬তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা ‘শেখা হিন্দ বিনতে মাকতুম’–এর চূড়ান্ত পর্ব।
এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা দুবাই আন্তর্জাতিক কুরআন পুরস্কার (DIAQ)–এর আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে। প্রথম দিনে সংযুক্ত আরব আমিরাতের ১১ জন অংশগ্রহণকারী কুরআন তিলাওয়াত ও হিফজ বিভাগে প্রতিযোগিতা করেন।
পাঁচ দিনব্যাপী এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা কুরআনের ৩০, ২০, ১০, ৫, ৩ ও শেষ পারার হিফজ বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
অংশগ্রহণকারীরা সংযুক্ত আরব আমিরাত, মিশর, ইরান, মৌরিতানিয়া ও বাংলাদেশসহ বিভিন্ন দেশের নাগরিক, যারা বর্তমানে আমিরাতে বসবাস করছেন। আয়োজকরা জানান, এটি স্থানীয় পর্যায়ে কুরআনপ্রেমী সমাজে উৎসাহ জাগানোর পাশাপাশি প্রতিভাবান হাফেজদের অনুপ্রেরণা দেবে।
প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন শাইখ ড. আবদুল্লাহ মোহাম্মদ আল আনসারি (সভাপতি), শাইখ ড. মানি আল নাহদি এবং শাইখ আহমদ মুসা।
প্রথম দিনের উল্লেখযোগ্য অংশগ্রহণকারীরা হলেন — আরিয়ান আলী তাজেদ্দিনি (ইরান), নাসর আবদুল মজিদ আমের (মিশর), ইতওয়াল আমরু হামাদি (মৌরিতানিয়া), রাশিদ আলী ওমর আবদুল্লাহ সালেম (আমিরাত), আলী সালেহ আল হাজরামী (আমিরাত), আবদুর রহমান সাবির আবদুশাফি মোহাম্মদ আবু আজ (মিশর), মনসুর সালেম আল কাবি (আমিরাত), ওমর বদর আল মারজুকি (আমিরাত), মোহাম্মদ আহমদ আল কাসিদি আশ শুহি (আমিরাত), আসকর মোহাম্মদ আল কারবি (আমিরাত), আলী জাবির আর রাইসি (আমিরাত)।
আয়োজক কমিটি জানিয়েছে, এ প্রতিযোগিতা কুরআন সেবায় আমিরাত সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ বার্ষিক উদ্যোগ, যা তরুণ প্রজন্মের মধ্যে কুরআনের প্রতি ভালোবাসা, হিফজ ও আদব গড়ে তোলার লক্ষ্যে আয়োজন করা হয়।
আগামী দিনগুলোতে বিভিন্ন জাতীয়তার আরও বহু অংশগ্রহণকারী এই প্রতিযোগিতার প্রাথমিক পর্বে অংশ নেবেন। 4315808#
 
captcha