IQNA

পোর্ট সাঈদে কুরআন প্রতিযোগিতায় অংশ নিলেন ৭৩ নারী

8:25 - December 10, 2025
সংবাদ: 3478581
ইকনা- মিসরের পোর্ট সাঈদ প্রদেশের মসজিদ আর-রহমানে সোমবার অনুষ্ঠিত হলো বার্ষিক আন্তর্জাতিক কুরআন হিফজ ও তিলাওয়াত প্রতিযোগিতার স্থানীয় পর্যায়ের প্রাথমিক রাউন্ড। এতে শুধুমাত্র পূর্ণ কুরআন হিফজ শাখায় ৭৩ জন নারী অংশগ্রহণ করেন, যা এবারের প্রতিযোগিতার উচ্চমান ও ব্যাপক অংশগ্রহণের প্রমাণ বহন করে।

প্রতিযোগিতাটির বিশেষত্ব ছিল বিচারক প্যানেলের উচ্চমান। আল-আজহারের কুরআন পরীক্ষা কমিটির সভাপতি ড. আব্দুল করিম সালেহের নেতৃত্বাধীন এই কমিটিতে ছিলেন আল-আজহার মসজিদের ইমাম শেখ আহমদ আলা, রেডিও-টেলিভিশনের খ্যাতনামা ক্বারী শেখ মুহাম্মাদ বাইবার্স এবং পোর্ট সাঈদ ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি ড. মুহাম্মাদ আউয। এই তারকা বিচারক প্যানেল তাজবীদের সর্বোচ্চ মান নিশ্চিত করেছে।

অংশগ্রহণকারীদের তিলাওয়াত ছিল অত্যন্ত নিখুঁত ও হৃদয়স্পর্শী। দর্শকদের উপচে পড়া ভিড় প্রতিযোগিতার জনপ্রিয়তার সাক্ষ্য দিয়েছে।

এই স্থানীয় রাউন্ডটি ছিল নবম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার প্রস্তুতি পর্ব। এবারের আসরটি মরহুম বিখ্যাত ক্বারী শেখ মাহমুদ আলী আল-বান্নার নামে উৎসর্গ করা হয়েছে। প্রতিযোগিতাটি মিসরের প্রধানমন্ত্রী ড. মুস্তফা মাদবুলির পৃষ্ঠপোষকতায় এবং পোর্ট সাঈদের গভর্নর মেজর জেনারেল মুহিব হাবশি ও ডেপুটি গভর্নর ড. আমর ওসমানের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হচ্ছে।

মিডিয়া ব্যক্তিত্ব আদেল মুসাইলহির সার্বিক তত্ত্বাবধানে আগামী জানুয়ারি ২০২৬-এর শেষে শুরু হবে আন্তর্জাতিক পর্ব, যেখানে ৩০টি দেশের প্রতিযোগী অংশ নেবেন। এর মাধ্যমে পোর্ট সাঈদের কুরআন প্রতিযোগিতা বিশ্বের শীর্ষস্থানীয় কুরআনী সমাবেশের কাতারে স্থান করে নিয়েছে। 4321758#

 

captcha