
অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনের সম্প্রসারণ কমপক্ষে ২০১৭ সালের পর সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। গতকাল শুক্রবার এএফপির দেখা জাতিসংঘের মহাসচিবের এক প্রতিবেদনে এই খবর বলা হয়েছে। ২০১৭ সাল থেকে জাতিসংঘ এ ধরনের তথ্য-উপাত্ত সংগ্রহ করে আসছিল।
প্রতিবেদনে বলা হয়েছে, ‘২০২৫ সালে প্রায় ৪৭ হাজার ৩৯০টি আবাসন ইউনিটের পরিকল্পনা এগিয়ে নিতে ও এর অনুমোদন দেওয়া বা টেন্ডার প্রকাশ করা হয়েছিল।
তবে এই সংখ্যা ২০২৪ সালের তুলনায় বেশি। আবাসন ইউনিটের সংখ্যা ২০১৪ সালে ছিল প্রায় ২৬ হাজার ১৭০টি।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এ সম্প্রসারণের নিন্দা জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, ‘এটি উত্তেজনা আরো বাড়িয়ে চলেছে, ফিলিস্তিনিদের তাদের ভূমিতে প্রবেশাধিকার বাধাগ্রস্ত করছে এবং একটি সম্পূর্ণ স্বাধীন, গণতান্ত্রিক এবং সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্রের স্থায়িত্বকে হুমকির মুখে ফেলছে। সূত্র : আরব নিউজ