IQNA

বাংলাদেশের আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ইরানি প্রতিনিধিদের সাফল্য

6:06 - December 22, 2025
সংবাদ: 3478648
ইকনা- বাংলাদেশের চতুর্থ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ইরানের প্রতিনিধি ইসহাক আব্দুল্লাহি কিরাআত তাহকিক শাখায় দ্বিতীয় এবং মাহদি বরান্দে পূর্ণ কুরআন সংরক্ষণ শাখায় চতুর্থ স্থান অধিকার করেছেন।

ইকনা জানায়, বাংলাদেশের রাজধানী ঢাকায় ১৮ থেকে ২০ ডিসেম্বর (২৭-২৯ আজার) অনুষ্ঠিত চতুর্থ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ইরান, সৌদি আরব, বাংলাদেশ, ভারত, মিসর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, পাকিস্তান, আলজেরিয়া, ব্রুনাই, কুয়েত, তানজানিয়াসহ ৩০টি দেশের প্রতিযোগী অংশ নেন।

ইরানের আন্তর্জাতিক কারি ইসহাক আব্দুল্লাহি কিরাআত তাহকিক শাখায় দ্বিতীয় স্থান এবং পূর্ণ কুরআন হাফেজ মাহদি বরান্দে চতুর্থ স্থান লাভ করেন।

এই সাফল্যের পর দুই ইরানি কারি হাফেজ বাংলাদেশের বিভিন্ন কুরআনী মাহফিলে অনুষ্ঠানে অংশ নিচ্ছেন এবং আগামী শনিবার ( দি) ইরানে ফিরে আসবেন। 4324062#

 

captcha