IQNA

লেবাননের সেনাবাহিনী ইসরায়েলি গুপ্তচর যন্ত্র আবিষ্কারের খবর দিয়েছে

4:39 - December 23, 2025
সংবাদ: 3478653
ইকনা- লেবাননের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে যে, সীমান্তবর্তী ইয়ারুন অঞ্চলে ইসরায়েলি শাসকগোষ্ঠীর একটি গুপ্তচর যন্ত্র আবিষ্কার করে তাদের গোয়েন্দা অভিযান ব্যর্থ করে দিয়েছে।

আল-আলামের বরাত দিয়ে ইকনা জানায়, লেবাননের সেনাবাহিনী বিবৃতিতে জানিয়েছে যে, দক্ষিণ লেবাননের সীমান্তের কাছে ইয়ারুন অঞ্চলে “ইসরায়েলি গুপ্তচর যন্ত্র” আবিষ্কার করে নিষ্ক্রিয় করা হয়েছে।

এর মধ্যেই ইসরায়েলি শাসকগোষ্ঠীর লেবাননে অভিযান— যার মধ্যে প্রায় প্রতিদিনের হামলা— অব্যাহত রয়েছে। তবে লেবাননের সেনাবাহিনী হিজবুল্লাহর নিরস্ত্রীকরণে প্রতিশ্রুতিবদ্ধ।

আজ আবার একটি ইসরায়েলি ড্রোন দক্ষিণ লেবাননের ইয়াতার শহরে একটি যানবাহনকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। কিছুক্ষণ পরেই একই অঞ্চলে দ্বিতীয় ড্রোন হামলার খবর পাওয়া গেছে। ইয়াতার অঞ্চল দখলকৃত ভূখণ্ডের সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে অবস্থিত।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রোববার দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় একজন শহিদ এবং একজন আহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে যে, তারা হিজবুল্লাহর সদস্যদের লক্ষ্য করেছে।

২০২৪ সালের নভেম্বরের (১৪০৩ আবান) আগুনবিরতি সত্ত্বেও ইসরায়েল লেবাননে নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে এবং সাধারণত দাবি করে যে, তারা হিজবুল্লাহর অবকাঠামো বা সদস্যদের লক্ষ্য করছে। এছাড়া দক্ষিণ লেবাননের পাঁচটি অঞ্চলে তাদের সৈন্য মোতায়েন রেখেছে।

সাম্প্রতিক সপ্তাহ ও মাসগুলোতে দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান, ড্রোন ও গোলা হামলা বেড়েছে এবং ঘোষিত আগুনবিরতি সত্ত্বেও এর লঙ্ঘন অব্যাহত রয়েছে।

ময়দানি সাম্প্রতিক উন্নয়ন সংঘাতের পরিধি বাড়ার এবং অঞ্চলে নতুন পর্যায়ের উত্তেজনা ও অস্থিরতার উদ্বেগ বাড়িয়ে তুলেছে।4324297#

captcha