
শাহাব নিউজ এজেন্সির বরাত দিয়ে ইকনা জানায়, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আজ সোমবার জানিয়েছে যে, গত ৪৮ ঘণ্টায় ইসরায়েলি আগ্রাসনের ফলে ১২ জন শহিদ এবং ৭ জন আহত হয়েছেন।
প্রতিবেদন অনুযায়ী, নিহতদের মধ্যে ৪ জন ইসরায়েলি গুলি ও হামলায় শহিদ হয়েছেন এবং ৮ জন ধ্বংসস্তূপ ও ক্ষতিগ্রস্ত এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।
মন্ত্রণালয় আরও জানিয়েছে: এখনো অনেক শহিদ ধ্বংসস্তূপের নিচে বা রাস্তায় রয়ে গেছেন। অসুরক্ষিত পরিস্থিতি ও সরঞ্জামের অভাবে উদ্ধারকারী দলগুলো এখনো তাদের কাছে পৌঁছাতে পারেনি।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ১১ অক্টোবর ২০২৫-এ আগুনবিরতি কার্যকর হওয়ার পর থেকে মোট শহিদের সংখ্যা ৪০৫ জন এবং আহতের সংখ্যা ১,১১৫ জন। এই সময়ে ধ্বংসস্তূপ থেকে ৬৪৯ জন শহিদের লাশ উদ্ধার করা হয়েছে।
৭ অক্টোবর ২০২৩ থেকে ইসরায়েলের গাজা যুদ্ধে মোট শহিদের সংখ্যা ৭০,৯৩৭ জন এবং আহতের সংখ্যা ১৭১,১৯২ জন।
প্রতিবেদনে আবহাওয়ার বিপজ্জনক প্রভাবের কথাও উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে: পুরনো ক্ষতির কারণে একটি ভবন ধসে পড়ে এবং সাম্প্রতিক বৃষ্টিপাতের কারণে তা আরও তীব্র হয়ে ৪ জন নাগরিক শহিদ হয়েছেন। এ নিয়ে ভবন ধসে মৃত্যুর সংখ্যা ১৫ জনে দাঁড়িয়েছে।4324374#