ইকনা “ইরানিয়ান ও আশুরার শোকানুষ্ঠান” বইটির লেখক উল্লেখ করেছেন যে, আশুরার শোকানুষ্ঠান ছাড়া চিন্তাশীল ও বিশ্বাসভিত্তিক শিয়া মতবাদ কল্পনা করা যায় না। তিনি বলেন, আশুরার শোকানুষ্ঠান কেবল একটি ধর্মীয় আচার নয়, বরং এটি একটি বিদ্যালয় — যা মানুষকে মানবতা, ত্যাগের মানসিকতা, ধৈর্য, সামাজিক সংহতি এবং আত্মিক আনন্দের শিক্ষা দেয়। আর যদি এই অনুষ্ঠান সেইসব দিকসহ, যেভাবে তা আহলে বাইতের (আ.) পক্ষ থেকে পরিকল্পিত ও শেখানো হয়েছে, সঠিকভাবে পালন করা হয়, তাহলে তা এই দেশটির সংরক্ষণ ও টিকে থাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হয়ে উঠবে।
08:35 , 2025 Jul 16