IQNA

আগামী কয়েক বছরে মসজিদুল হারামের দৃশ্য

9:54 - January 01, 2014
সংবাদ: 1349443
সামাজিক বিভাগ: বর্তমানে মসজিদুল হারামে এক সাথে ৬ লাখ নামাজী নামাজ আদায় করছে। কিন্তু নতুন প্রকল্প অনুযায়ী মসজিদুল হারামের একসাথে ১৬ লাখ নামাজী নামাজ আদায় করতে পারবে।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: নতুন প্রকল্প অনুযায়ী মসজিদুল হারামের পরিধি তিন লাখ বিশ হাজার বর্গ মিটার বর্ধন করা হবে। অবশ্যই এটা চূড়ান্ত নকশা নয়। এই নকশা শুধুমাত্র মসজিদুল হারামের উত্তর এবং উত্তর পূর্ব দিকের।

প্রতিবেদন অনুযায়ী, মসজিদুল হারামের উপ পরিচালক ড. বিন নাসেরুল খাযায়িম জানিয়েছেন, বর্তমানে মসজিদুল হারামে এক সাথে ৬ লাখ নামাজী নামাজ আদায় করছে। কিন্তু   নতুন প্রকল্প অনুযায়ী মসজিদুল হারামের একসাথে ১৬ লাখ নামাজী নামাজ আদায় করতে পারবে। নতুন প্রকল্প অনুযায়ী মসজিদুল হারামের জায়গা প্রায় ১১ লাখ ৫০ হাজার বর্হ মিটার বিস্তার লাভ করবে।

উল্লেখ্য যে, ইরানের পবিত্র নগরী মাশহাদে ইমাম রেজা (আ.)এর মাযারের পরিধি এক মিলিয়ন ঘন মিটার। যা মসজিদুল হারামের তুলনায় প্রায় তিন লাখ মিটার বেশী।

1348914

captcha