
বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : লেবাননের অফিশিয়াল বার্তা সংস্থা জানিয়েছে, বৈরুতে ইরানি দূতাবাসে হামলার সাথে জড়িত সৌদি সন্ত্রাসী মারা গেছে।
লেবাননের সামরিক ট্রাইব্যুনালে সরকার পক্ষের আলোচক সাকার সাকার এ সংবাদ সত্যায়িত করেছেন। সৌদি আরবের নাগরিক এ সন্ত্রাসী গত সপ্তাহে গ্রেফতার হয়েছিল।
নিহত এ সন্ত্রাসী, বৈরুতে অবস্থিত ইরানি দূতাবাসে বোমা হামলার দায়িত্ব স্বীকারকারী ‘আব্দুল্লাহ আজ্জাম’ সন্ত্রাসী দলের প্রধান।
গত বৃহস্পতিবার লেবাননের বিভিন্ন সূত্র জানিয়েছে, ঐ সন্ত্রাসী দলের সৌদি নেতা ও বৈরুতে ইসলামি প্রজাতন্ত্র ইরানি দূতাবাসে বোমা হামলার দায়িত্ব স্বীকারকারী সন্ত্রাসী দলের নেতা মাজেদ আল-মাজেদ সৌদি আরবের গোয়েন্দা বিভাগের প্রধান বান্দার বিন সুলতান হতে নির্দেশ গ্রহণ করতো।
সৌদি ঐ সন্ত্রাসীকে গ্রেফতারের পরপরই নিরাপত্তা বাহিনী’র কর্মকর্তারা তার প্রকৃত পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য তার ‘ডি এন এ’ পরীক্ষা করেন।
1350490