IQNA

মঙ্গলবারে আদালতে সবাইকে চমকে দেব: মুরসি

9:55 - January 07, 2014
সংবাদ: 1351728
আন্তর্জাতিক বিভাগ: মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মুহাম্মাদ মুরসি ‘বোরজেল আরাব’ জেল প্রধানের সাথে এক সাক্ষাতকারে নিজেকে সেদেশের আইনগত প্রেসিডেন্ট হিসেবে ব্যক্ত করে বলেছেন, আগামী মঙ্গলবারে আদালতে চমকপ্রদ কথা বলবেন।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: মিশরের ‘বোরজেল আরাব’ জেল প্রধান জানিয়েছেন, মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মুহাম্মাদ মুরসি বলেছেন, আগামী মঙ্গলবার তার বিচারের সময় চমকপ্রদ কথা বলবেন এবং সেদিন অবিস্ময়কর ঘটনার ঘটবে।

তিনি আরও বলেছেন, আগামী ২৫ জানুয়ারি মিশরের চিত্র পরিবর্তন হবে।

প্রতিবেদন অনুযায়ী, মুহাম্মাদ মুরসি আগামী বিচারের দিনে তার পোশাক তাকে ফিরিয়ে দেয়ার জন্য অনুরোধ করেছেন। কিন্তু জেল প্রধান তার অনুরোধ প্রত্যাখ্যান করে বলেছেন, জেলখানার সাধারণ আইন অনুযায়ী মুরসিকে, বন্দিদের জন্য নির্ধারিত সাদা পোশাক পরতে হবে।

জেল প্রধানের প্রত্যাখ্যান বানী শুনে মুহাম্মাদ মুরসি জানিয়েছে, আমি চেষ্টা করছি আমার  ভাষাকে আপনাদের বুঝাতে কিন্তু আপনারা সাথে এক সাধারণ বন্দির মত আচরণ করছেন। আইনগত দিক থেকে আমি মিশরের প্রেসিডেন্ট এবং আমার নির্দেশ অমান্য করার অর্থ হচ্ছে আমার সাথে বিশ্বাসঘাতকতা করা।

এদিকে মিশরের আল-ওতান সংবাদপত্র জানিয়েছে, আগামী মঙ্গলবারে ইখওয়ান অথবা অন্য দলের সদস্যরা মুহাম্মদ মুরসিকে হত্যার চেষ্টা চালাতে পারে। আর এজন্য মিশরীয় নিরাপত্তা বাহিনী কঠোর নিরাপত্তার ব্যবস্থা করেছে এবং ‘বোরজেল আরাব’ জেলের নিকটবর্তী অঞ্চলে বেশ কিছু বন্দুকধারী রক্ষীদের মোতায়েন করা হয়েছে।

http://www.isna.ir/fa/news/92101507718/%D9%85%D8%B1%D8%B3%DB%8C-%D8%AF%D8%B1-%D8%AF%D8%A7%D8%AF%DA%AF%D8%A7%D9%87-%D8%B1%D9%88%D8%B2-%D8%B3%D9%87-%D8%B4%D9%86%D8%A8%D9%87-%D8%B5%D8%AD%D8%A8%D8%AA-%D9%87%D8%A7%DB%8C-%D8%BA%D8%A7%D9%81%D9%84%DA%AF%DB%8C%D8%B1%D8%A7%D9%86%D9%87-%D8%A7%DB%8C

captcha