oreintlejour ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা : আল-মানার চ্যানেলের পক্ষ হতে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে : বৈরুত বিস্ফোরণে গুরুতর আহত আল-মানার চ্যানেলের সাংবাদিক ‘আব্বাস কারনিব’ গত সোমবার (৬ই জানুয়ারী) শহীদ হয়েছেন। এ পর্যন্ত ঐ বিস্ফোরণে ৫ জন শহীদ হলেন।
সিরিয়ায় যুদ্ধরত সন্ত্রাসী দল ‘দায়েশ’ বিস্ফোরণের পর এক বিবৃতিতে শিয়াদের প্রতি অবমাননা করে এ পদক্ষেপকে হিজবুল্লাহর জন্য যা কিছু অপেক্ষা করছে তার একটি অংশ হিসেবে উল্লেখ করেছিল।
1351662