IQNA

আল-মানার চ্যানেলের সাংবাদিকের শাহাদাত

10:20 - January 08, 2014
সংবাদ: 1352272
আন্তর্জাতিক বিভাগ : বৈরুত বিস্ফোরণে আহত লেবাননের হিজবুল্লাহ বাহিনী’র সাথে সম্পৃক্ত টিভি চ্যানেল আল-মানারের সাংবাদিক ‘আলহাজ্ব আব্বাস কারনিব’ গত সোমবার শহীদ হয়েছেন।

oreintlejour ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা : আল-মানার চ্যানেলের পক্ষ হতে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে : বৈরুত বিস্ফোরণে গুরুতর আহত আল-মানার চ্যানেলের সাংবাদিক ‘আব্বাস কারনিব’ গত সোমবার (৬ই জানুয়ারী) শহীদ হয়েছেন। এ পর্যন্ত ঐ বিস্ফোরণে ৫ জন শহীদ হলেন।

বিবৃতিতে বলা হয়েছে : বিস্ফোরণে আহত হওয়ার পর আব্বাস কারনিবকে বৈরুতের একটি হাসপাতালে স্থানান্তরিত করে নিবীড় পর্যবেক্ষণে রাখা হয়। কিন্তু দুঃখজনকভাবে তিনি গত সোমবার চিকিত্সকদের চেষ্টা ব্যর্থ করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
উল্লেখ্য, বৈরুতের ঐ বোমা বিস্ফোরণে ৪ ব্যক্তি শহীদ এবং ৭৭ জন আহত হয়েছিল।

সিরিয়ায় যুদ্ধরত সন্ত্রাসী দল ‘দায়েশ’ বিস্ফোরণের পর এক বিবৃতিতে শিয়াদের প্রতি অবমাননা করে এ পদক্ষেপকে হিজবুল্লাহর জন্য যা কিছু অপেক্ষা করছে তার একটি অংশ হিসেবে উল্লেখ করেছিল।

1351662

captcha