IQNA

ইসলাম ধর্ম গ্রহণ করল আমেরিকান গায়িকা

12:01 - January 10, 2014
সংবাদ: 1352862
আন্তর্জাতিক বিভাগ: আমেরিকান গায়িকা ‘জেনিফার গারাওয়াত’ অধ্যয়নের জন্য দীর্ঘদিন মরক্কোয় অবস্থান করছে এবং সম্প্রতি সে স্ব-ইচ্ছায় শান্তির ধর্ম ইসলাম গ্রহণ করেছেন।

Morocco News Agency’ ওয়েবসাইটের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ‘জেনিফার গারাওয়াত’ নিজের বিশেষ সঙ্গীত এবং আরবি ভাষা না জানা সত্ত্বেও সেই ভাষায় কবিতা পাঠ করার জন্য বিখ্যাত। এই কণ্ঠ শিল্পী অধ্যয়নের জন্য দীর্ঘদিন মরক্কোয় অবস্থান করছে এবং সম্প্রতি সে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আমেরিকান বস্টন শহরের অধিবাসী ২৩ বছর বয়সী এই তরুণীর শাহাদাতাইন পাঠের দৃশ্য ইউটিউবে প্রকাশিত হয়েছে এবং এ ফ্লিমে তার হামদ সুরা পাঠে দৃশ্যও রয়েছে। 1352049

captcha