
বারাসা’র উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক আরব দেশসমূহের প্রতি হুশিয়ারী উচ্চারণ করে ইরাকের ইসলামি সংসদের স্পিকার সৈয়দ আম্মার আল-হাকিম বলেছেন : ইরাকে সাম্প্রদায়িক ফেতনা সৃষ্টির দিন ফুরিয়ে এসেছে। ইরাকের জনগণ এ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।
আল-কায়েদ সন্ত্রাসীদের বিরু্দ্ধে ইরাক সরকারের সামরিক অভিযানের পক্ষে রয়েছে সমগ্র ইরাকবাসী –এ কথা উল্লেখ করে তিনি বলেন : আজ তাকফিরী বিভিন্ন দলের বিরুদ্ধে নিষ্পত্তিমূলক যুদ্ধের সাক্ষী ইরাকের জনগণ। এ যুদ্ধ শেষ হতে সময়ের প্রয়োজন।
তিনি বলেন : সন্ত্রাসীরা চায় সিরিয়ার আলেপ্পো হতে ইরাকের ফালুজা পর্যন্ত সন্ত্রাসবাদ ছড়িয়ে দিতে। মধ্যপ্রাচ্যের আরব দেশসমূহের জানা উচিত, এ সন্ত্রাসবাদের বিরুদ্ধে নিরবতা তাদেরও স্বার্থসিদ্ধ নয়।
ইরাকে সাম্প্রদায়িক ফেতনা সৃষ্টির দিন ফুরিয়ে এসেছে। ইরাকের জনগণ এ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে –এ কথা উল্লেখ করে তিনি বলেন : অচিরেই বিশ্ববাসী সন্ত্রাসবাদের উপর ইরাকের বিজয় দেখতে পাবে। যে সন্ত্রাসবাদ মধ্যপ্রাচ্যের কিছু কিছু দেশ ও গোয়েন্দা সংস্থার মদতপুষ্ট।
1352830