IQNA

জেরুজালেমে আযানের শব্দ কমাতে যায়নবাদীদের পরিকল্পনা

7:57 - March 03, 2014
সংবাদ: 1382072
আন্তর্জাতিক বিভাগ: ইসরায়িলির এক সংবাদ মাধ্যম জানিয়েছে, জেরুজালেমে আযানের শব্দ কমানোর পরিকল্পনা গ্রহণ করেছে অধিকৃত ঐ শহরের মেয়র।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ‘ইউরশালীম ভাষায় প্রকাশিত হিব্রু নামক সাপ্তাহিক পত্রিকায় লিখেছে: আযানের সুমধুর ধ্বনিতে ইহুদিবাদী ইসরায়িলির অসুবিধা হওয়ার অজুহাতে জেরুজালেমের মেয়র সিদ্ধান্ত নিয়েছে মসজিদের লাউডস্পিকারের শব্দ কমিয়ে দেবে।
এ পত্রিকায় আরও লিখেছে: আশা করা যাচ্ছে নতুন পরিকল্পনা আগামী মাস থেকে কার্যকর করা হবে। এ পরিকল্পনার মধ্যে জেরুজালেমের প্রায় ২০০টি মসজিদ অন্তর্ভুক্ত রয়েছে।
জেরুজালেমের মেয়র জানিয়েছে: এব্যাপারে জেরুজালেমের বিভিন্ন মসজিদে ব্যাপক তদন্ত করেছে এবং যে সকল মসজিদে আযানের শব্দ অনেক জোরে প্রচার হয়, সে সকল মসজিদ সমূহকে নিজেদের কালো তালিকায় নথিভুক্ত করেছে।
92121107019

captcha