বিচারের জন্য মুবারককে স্থানান্তর করা হল পুলিশ ডিপার্টমেন্টে
11:07 - March 09, 2014
লিঙ্ক কপি করা হয়েছে
সংবাদ: 1384633
আন্তর্জাতিক বিভাগ: মিশরের ক্ষমতাচ্যুত স্বৈরশাসক হোসনি মুবারককে হেলিকপ্টারে করে ‘আল মায়াদী’ সামরিক হাসপাতাল থেকে পুলিশ ডিপার্টমেন্টে স্থানান্তর করা হয়েছে।
কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: মিশরে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের মিছিলে গুলি চালানো এবং ইসরায়েলে গ্যাস রপ্তানির মাধ্যমে পাবলিক সম্পত্তি ক্ষতি করার অভিযোগে হোসনি মুবারককে শনিবার (৮ম মার্চ) আদালতে নিয়ে যাওয়া হয়েছে। 1573444